লিটন কুতুবী,কুতুবদিয়া: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণা তুঙ্গে। ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থী ও তাদের সমর্থকরা মাঠে,ঘাটে চষে বেড়াচ্ছে। একে অপরের সমালোচনা করে ভোটারদের মন জয় করার পাঁয়তারা করছে। মাঠে ময়দানে হাড্ডাহাড্ডিভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সরকারের উন্নয়নের হাল ধরে কুতুবদিয়া-মহেশখালী আসনের নৌকা প্রতীকের প্রার্থী একটানা দু’বারের সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম দলের প্রার্থী নোঙর প্রতীক নিয়ে মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ শরীফ বাদশা।
এছাড়াও আম প্রতীক নিয়ে এল,পি,পির প্রার্থী মাহাবুব আলম, একতারা প্রতীক নিয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ খাইরুল আমিন, মিনার প্রতীক নিয়ে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মোঃ ইউনুস,চেয়ার প্রতীক নিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মোহাম্মদ জিয়াউর রহমান নির্বাচনে অংশগ্রহণ করে যাচ্ছেন।
এদিকে কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন গ্রহণ করেছে বলে সহকারি রিটার্নিং অফিসার ইউএনও রাসেদুল ইসলাম নিশ্চিত করেন।
তিনি আরো জানান, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষার্থে আনসার ব্যাটেলিয়ন,পুলিশ, কোস্ট গার্ড,নৌবাহিনী প্রতিটি কেন্দ্রে টহলে থাকবে। ইতিমধ্যে ভোটের সরঞ্জাম উপজেলায় পৌঁছে গেছে।
কুতুবদিয়া উপজেলা নির্বাচন অফিসার নুরুল ইসলাম জানান, কুতুবদিয়ার ৬ ইউনিয়নে মোট -৩৭টি ভোট কেন্দ্রে ২১৪টি বুথ থাকবে। পুরুষ-৫০৪৯৬ জন, মহিলা ভোটার-৪৫০২৭জন। মোট ভোটার ৯৫৫২৩ জন।
এদিকে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ আশেক উল্লাহ রফিক ও তার সমর্থকরা বর্তমান সরকারের উন্নয়নের মাইল ফলক কুতুবদিয়া দ্বীপকে সাব মেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রীড লাইনের বিদ্যুৎ সরবরাহ করে আলোকিত করেছে। উন্নয়নের ছোঁয়ায় রাস্তা মেরামত,জেটি নির্মাণ,শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন,আশ্রয় কেন্দ্র, দ্বীপ সুরক্ষা বেড়িবাঁধ, আগামীতে সুপার ডাইক বেড়িবাঁধ প্রকল্প বাস্তবায়ন, উদ্যাক্তাদের সাথে সমন্বয় করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা গড়ে উঠবে।
বিদ্যুৎ সুবিধা কাজে লাগিয়ে বরফ মিল,লবণ প্রক্রিয়াজাতকরণ শিল্প, সময় সুযোগ হলে কুতুবদিয়া দ্বীপকে টানেল দিয়ে মূল ভূ- খন্ডের সাথে সংযোগ স্থাপন করা হবে। কেবল সময়ের ব্যাপার, পর্যটন বিকাশে কুতুবদিয়াকে আলোকিত করার মহা পরিকল্পনার কথা তুলে ধরে ভোটারের সমর্থন আদায় করে নিচ্ছেন।
অপর দিকে বিএনএম দলের প্রার্থী শরীফ বাদশা তার নির্বাচনী ইস্তেহারে দ্বীপের প্রধান সমস্যা কুতুবদিয়া দ্বীপকে সুপার ডাইক বেড়িবাঁধের আওতায় এনে সুরক্ষা করবে। কুতুবদিয়া চ্যানেলে পারাপারে আধুনিক য়ান্ত্রিক নৌ-যান বা ফেরী, সী ট্রাক সার্ভিস চালু করার কাজ করবেন।
এদিকে নৌকা প্রতীকের প্রার্থী কুতুবদিয়া উপজেলার চীপ এজেন্ট কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ রয়েছে।
কুতুবদিয়া মহেশখালী আসনের নির্বাচনে ৬ জন প্রার্থী নির্বাচন করে যাচ্ছে। তন্মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী ও বিএনএম নোঙর প্রতীকের প্রার্থী প্রচার প্রচারণা চালাচ্ছেন।
নোঙর প্রতীকের প্রার্থীর পক্ষের কিছু সংখ্যক লোক আগামী ৭ জানুয়ারী ভোট কেন্দ্র দখল করার জন্য সন্ত্রাসী বাহিনী গঠন ও অস্ত্রের মহড়ার হুমকি দিচ্ছে।
নির্বাচন সুষ্ঠু করার জন্য থানার তালিকাভূক্ত সন্ত্রাসীদের আটক ও অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী চিরুনী অভিযান চালানো জন্য আহবান জানান।
অপর দিকে নোঙর প্রতীকের প্রার্থীর দাবী করেন,নৌকা প্রতীকের সমর্থনের লোকজন ক্ষমতার পেশী শক্তি ব্যবহার করে ভোট কেন্দ্র দখল করার হুমকি দিচ্ছে।
Post Views: 517




