প্রেস বিজ্ঞপ্তি: গাউছে যমান শায়খুল মাশায়েখ শামসুল আরেফীন হযরতুলহাজ আল্লামা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী (রহ)’র ৩য় বার্ষিক ওরশ শরীফ ও ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার ৪৯তম সালানা জলসা ও পবিত্র ওরছেকুল আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
এব্যাপারে প্রস্তুতি মূলক আলোচনা সভা গতকাল ১৪ জানুয়ারি শুক্রবার হযরত ইমাম আলা হযরত শাহ আহমদ রেজা (রহ.) অডিটোরিয়ামে মাদরাসার অধ্যক্ষ, আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও দরবারে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়ার সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল-কাদেরী (মা.জি.আ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ৫দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। প্রধান দিবস ৩১ মার্চ। এতে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আল্লামা আবদুল অদুদ আল-কাদেরী, মাওলানা সৈয়দ কামাল উদ্দিন, অধ্যক্ষ আবুল ইরফান মুহাম্মদ লোকমান চিশতী, মোহাম্মদ নুরুল আহসান লাভু চেয়ারম্যান, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ নেজাম উদ্দীন, মোহাম্মদ নুরুল আবেদীন জসিম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শাহ আলম, আলহাজ¦ নুরুল ইসলাম, আলহাজ¦ জসীম উদ্দিন তালুকদার, মুহাম্মদ সরোয়ার উদ্দিন মেম্বার, আলহাজ¦ ইয়াছিন দুলাল। মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন এর সঞ্চলনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাওলানা আবদুন নবী, মুফতি মাওলানা আবদুচ ছমদ, ছিপাতলী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সদস্যবৃন্দ।
বক্তাগণ ৩১ মার্চ হুজুর কেবলার ৩য় বার্ষিক ওরশ শরীফ ও ছিপাতলী কামিল মাদরাসার ৪৯তম সালানা জলসা সফল ও সার্থক করার উদাত্ত আহবান জানান। প্রস্তুতি সভার অন্যতম কর্মসূচি ছিল গাউছিয়া আজিজিয়া যুব সংঘের পক্ষ হতে এলাকার গরীব, দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ। এলাকার মেম্বারদের তালিকা অনুযায়ী পাঁচশত কম্বল বিতরণ করা হয়।
এতে বক্তব্য রাখেন গাউছিয়া আজিজিয়া যুব সংঘের সভাপতি শাহজাদা আবুল ছালেহ মুহাম্মদ গোলাম কাদের।



