নুরুল ইসলাম,লোহাগাড়া প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ২৭ হাজার টাকা মূল্যের জালনোটসহ প্রতারকচক্রের দুইজনকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। গত ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুইজনকে আটক করা হয় উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা গ্রামে। আটকরা হল- উপজেলার পূর্ব কলাউজান গ্রামের রাজা মিয়া (৩৪) ও একই গ্রামের জয়নগর এলাকার মো. নাজিম উদ্দীন (৩৭)। এ ব্যাপারে লোহাগাড়া থানায় নিয়মিত মামলা (নং-৩১ (১) ২০২২) রুজু করা হয়। উক্ত মামলার বাদী চুনতি পুলিশ ফাঁড়ির এসআই রেজওয়ানুল ইসলাম। আটক দুইজনকে আজ শুক্রবার ১৪ জানুয়ারি চট্টগ্রাম জেলা বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
সূত্রমতে, জাল টাকা নোটচক্রের উক্ত দুই সদস্য কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এক বৃদ্ধকে ফাঁদে ফেলে। হারবাং নয়াবাজার এলাকার মো. ইসমাইল (৭০) নামে উক্ত বৃদ্ধের নিকট প্রতারকরা হাজার টাকার খুচরা দাবী করে। খুচরা দেওয়ার জন্য বৃদ্ধ টাকা বের করলে প্রতারকরা বৃদ্ধের নিকট থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাটি দ্রুত প্রচার হয়। একপর্যায়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পথে মোটর সাইকেলযোগে উত্তর হারবাং হয়ে পার্বত্য লামা উপজেলার আজিজনগর ঢুকে পড়ে। সেখান থেকে পাহাড়ী সড়ক পথে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা গ্রামে জনতার হাতে আটক হয় প্রতারকরা। এব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোছাইন মাহমুদ জানান, দুই প্রতারকের নিকট পাওয়া গেছে হাজার টাকা মূল্যমানের ২৭টি নোট।
অপর এক সূত্রমতে প্রতারক চক্রের নাছির উদ্দীন ইতোপূর্বে বাঁশখালী থানায় জালটাকাসহ আটক হয়। উক্ত মামলায় সে দীর্ঘদিন জেলহাজতে ছিল।

নুরুল ইসলাম,লোহাগাড়া প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ২৭ হাজার টাকা মূল্যের জালনোটসহ প্রতারকচক্রের দুইজনকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। গত ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুইজনকে আটক করা হয় উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা গ্রামে। আটকরা হল- উপজেলার পূর্ব কলাউজান গ্রামের রাজা মিয়া (৩৪) ও একই গ্রামের জয়নগর এলাকার মো. নাজিম উদ্দীন (৩৭)। এ ব্যাপারে লোহাগাড়া থানায় নিয়মিত মামলা (নং-৩১ (১) ২০২২) রুজু করা হয়। উক্ত মামলার বাদী চুনতি পুলিশ ফাঁড়ির এসআই রেজওয়ানুল ইসলাম। আটক দুইজনকে আজ শুক্রবার ১৪ জানুয়ারি চট্টগ্রাম জেলা বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
সূত্রমতে, জাল টাকা নোটচক্রের উক্ত দুই সদস্য কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এক বৃদ্ধকে ফাঁদে ফেলে। হারবাং নয়াবাজার এলাকার মো. ইসমাইল (৭০) নামে উক্ত বৃদ্ধের নিকট প্রতারকরা হাজার টাকার খুচরা দাবী করে। খুচরা দেওয়ার জন্য বৃদ্ধ টাকা বের করলে প্রতারকরা বৃদ্ধের নিকট থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাটি দ্রুত প্রচার হয়। একপর্যায়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পথে মোটর সাইকেলযোগে উত্তর হারবাং হয়ে পার্বত্য লামা উপজেলার আজিজনগর ঢুকে পড়ে। সেখান থেকে পাহাড়ী সড়ক পথে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা গ্রামে জনতার হাতে আটক হয় প্রতারকরা। এব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোছাইন মাহমুদ জানান, দুই প্রতারকের নিকট পাওয়া গেছে হাজার টাকা মূল্যমানের ২৭টি নোট।
অপর এক সূত্রমতে প্রতারক চক্রের নাছির উদ্দীন ইতোপূর্বে বাঁশখালী থানায় জালটাকাসহ আটক হয়। উক্ত মামলায় সে দীর্ঘদিন জেলহাজতে ছিল।