নুরুল ইসলাম,লোহাগাড়া প্রতিনিধি:  দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশন। এ বটতলী মোটর ষ্টেশনে যানবাহন চলাচলের ক্ষেত্রে কোন নিয়ম শৃঙ্খলা নেই। অভিজ্ঞা মহলের মতে, কোন নিয়ম শৃঙ্খলা এখানে মানা হয় না। ক্রমাগত বাড়ছে নৈরাজ্য। সি.এন.জি চালিত অটোরিক্সা ও মোটর রিক্সার দাপটে প্রতিদিনই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসযাত্রীসহ সর্বসাধারণকে। যানজটের কারণে অতিষ্ট বাসযাত্রী ও পথচারীরা।
লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে রয়েছে সি.এন.জি চালিত অটোরিক্সার তিনটির অধিক ষ্টেশন। মূল সড়কে সি.এন.জি চালিত অটোরিক্সায় যাত্রী উঠানামা করে থাকে চালকরা। মোটররিক্সা চালকরাও নিয়ম শৃঙ্খলা মানতে চায় না। সচেতন মহলের অভিযোগ সি.এন.জি চালিত অটোরিক্সা ও মোটররিক্সা চালকদের দখলে লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশন। ফলে চট্টগ্রাম-কক্সবাজার মুখী বাসে যাত্রী উঠানামা করা হয়। এই সবকারণেই লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে মূলত যানজট সৃষ্টি হয়।
মহাসড়কে, সি.এন.জি চালিত অটোরিক্সা চলাচলের নিষেধ মানছেনা কেউ। এলাকার অটোরিক্সার রেজিষ্ট্রেশনও প্রায় নেই বলে জানান অভিজ্ঞ মহল। নেই সিংহভাগ চালকের বৈধ লাইসেন্স। যানজট ও চালকদের নৈরাজ্য উপজেলা তেওয়ারীহাট ষ্টেশনেও চলছে। এই অভিযোগ উক্ত এলাকার লোকজনের। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া এলাকায় দাপটের সাথে চলচ্ছে সি.এন.জি চালিত অটোরিক্সা।
এব্যাপারে জানতে চাইলে লোহাগাড়ার ট্রাফিক ইনসফেক্টর আজম মাহমুদ বলেন, সি.এন.জি চালিত অটোরিক্সার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়। আদেশ পেলে মোটররিক্সার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

নুরুল ইসলাম,লোহাগাড়া প্রতিনিধি:  দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশন। এ বটতলী মোটর ষ্টেশনে যানবাহন চলাচলের ক্ষেত্রে কোন নিয়ম শৃঙ্খলা নেই। অভিজ্ঞা মহলের মতে, কোন নিয়ম শৃঙ্খলা এখানে মানা হয় না। ক্রমাগত বাড়ছে নৈরাজ্য। সি.এন.জি চালিত অটোরিক্সা ও মোটর রিক্সার দাপটে প্রতিদিনই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসযাত্রীসহ সর্বসাধারণকে। যানজটের কারণে অতিষ্ট বাসযাত্রী ও পথচারীরা।
লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে রয়েছে সি.এন.জি চালিত অটোরিক্সার তিনটির অধিক ষ্টেশন। মূল সড়কে সি.এন.জি চালিত অটোরিক্সায় যাত্রী উঠানামা করে থাকে চালকরা। মোটররিক্সা চালকরাও নিয়ম শৃঙ্খলা মানতে চায় না। সচেতন মহলের অভিযোগ সি.এন.জি চালিত অটোরিক্সা ও মোটররিক্সা চালকদের দখলে লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশন। ফলে চট্টগ্রাম-কক্সবাজার মুখী বাসে যাত্রী উঠানামা করা হয়। এই সবকারণেই লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে মূলত যানজট সৃষ্টি হয়।
মহাসড়কে, সি.এন.জি চালিত অটোরিক্সা চলাচলের নিষেধ মানছেনা কেউ। এলাকার অটোরিক্সার রেজিষ্ট্রেশনও প্রায় নেই বলে জানান অভিজ্ঞ মহল। নেই সিংহভাগ চালকের বৈধ লাইসেন্স। যানজট ও চালকদের নৈরাজ্য উপজেলা তেওয়ারীহাট ষ্টেশনেও চলছে। এই অভিযোগ উক্ত এলাকার লোকজনের। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া এলাকায় দাপটের সাথে চলচ্ছে সি.এন.জি চালিত অটোরিক্সা।
এব্যাপারে জানতে চাইলে লোহাগাড়ার ট্রাফিক ইনসফেক্টর আজম মাহমুদ বলেন, সি.এন.জি চালিত অটোরিক্সার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়। আদেশ পেলে মোটররিক্সার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।