দি ক্রাইম ডেস্ক: রেকর্ড দামের কারণে দেশজুড়ে আলোচনায় এখন কাঁচা মরিচ। কোরবানির ঈদের দুই সপ্তাহ আগেও রাজধানীতে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে। ঈদের কয়েক দিন আগে তা বেড়ে দাঁড়ায় ৩০০ থেকে ৪০০ টাকায়। এর পর থেকে দাম আর কমেনি। বরং লাফিয়ে লাফিয়ে বেড়ে ৭০০ থেকে ৮০০ টাকায় উঠে যায়। তবে গতকাল রবিবার আমদানির প্রভাবে কাঁচা মরিচের তেজ কমতে শুরু করেছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গতকাল সকালে কাঁচা মরিচ ভর্তি ছয়টি ভারতীয় ট্রাক দেশে আসে। আমদানি করা এই কাঁচা মরিচের প্রতি কেজির দাম পড়ছে ৪৯ থেকে ৫০ টাকা। খুচরা বিক্রি হওয়ার কথা ৬০ থেকে ৭০ টাকায়। প্রতি ট্রাকে ১০ মেট্রিক টন কাঁচা মরিচ রয়েছে। সেই হিসাবে ঈদের ছুটির পর প্রথম দিনেই দেশে এসেছে ৬০ মেট্রিক টন কাঁচা মরিচ। আজ সোমবার সকালে আরো ১৫ ট্রাক কাঁচা মরিচ দেশে প্রবেশ করবে।

হিলি স্থলবন্দরের ছয় আমদানিকারক প্রতিষ্ঠান এ পর্যন্ত ২৭ হাজার ৫০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছে। আজ থেকে হিলি স্থলবন্দর দিয়েও কাঁচা মরিচ আসবে। পাইপলাইনের এসব মরিচ দেশে এলে বাজারে এবার কাঁচা মরিচের দাম আরো কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

দি ক্রাইম ডেস্ক: রেকর্ড দামের কারণে দেশজুড়ে আলোচনায় এখন কাঁচা মরিচ। কোরবানির ঈদের দুই সপ্তাহ আগেও রাজধানীতে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে। ঈদের কয়েক দিন আগে তা বেড়ে দাঁড়ায় ৩০০ থেকে ৪০০ টাকায়। এর পর থেকে দাম আর কমেনি। বরং লাফিয়ে লাফিয়ে বেড়ে ৭০০ থেকে ৮০০ টাকায় উঠে যায়। তবে গতকাল রবিবার আমদানির প্রভাবে কাঁচা মরিচের তেজ কমতে শুরু করেছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গতকাল সকালে কাঁচা মরিচ ভর্তি ছয়টি ভারতীয় ট্রাক দেশে আসে। আমদানি করা এই কাঁচা মরিচের প্রতি কেজির দাম পড়ছে ৪৯ থেকে ৫০ টাকা। খুচরা বিক্রি হওয়ার কথা ৬০ থেকে ৭০ টাকায়। প্রতি ট্রাকে ১০ মেট্রিক টন কাঁচা মরিচ রয়েছে। সেই হিসাবে ঈদের ছুটির পর প্রথম দিনেই দেশে এসেছে ৬০ মেট্রিক টন কাঁচা মরিচ। আজ সোমবার সকালে আরো ১৫ ট্রাক কাঁচা মরিচ দেশে প্রবেশ করবে।

হিলি স্থলবন্দরের ছয় আমদানিকারক প্রতিষ্ঠান এ পর্যন্ত ২৭ হাজার ৫০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছে। আজ থেকে হিলি স্থলবন্দর দিয়েও কাঁচা মরিচ আসবে। পাইপলাইনের এসব মরিচ দেশে এলে বাজারে এবার কাঁচা মরিচের দাম আরো কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।