নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে র্যাবের হাতে আটক হলো সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামী। চট্টগ্রাম র্যাব-৭ এর মিড়িয়া থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদের ভিত্তিতে এই বিষয়ে নিশ্চিত করা হয়।
বরিশাল জেলার জিআর-২৪৫/১৫ (সদর), ধারা- ৩০৯ পেনাল কোড, সেসন ১৫৪/১৫, জিআর-১১০/১০ (হিজলা), জিআর- ৪২/১৫ (হিজলা), ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড, জিআর-১১৬/১২ (হিজলা), ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড এর সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার পলাতক আসামী চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় আত্মগোপন করে থাকে।
শনিবার (২৫ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম হলো: মোঃ সোহেল সরদার ওরফে সোহেল চৌকিদার (২২)। তিনি বরিশাল জেলার হিজলা থানার নরসিংহপুর গ্রামের মোঃ সিদ্দিকুর রহমান সরদারের ছেলে। তিনি বরিশালে উল্লেখিত মামলার সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার পলাতক আসামী।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।



