নিজস্ব প্রতিবেদক:  নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৪১০ প্যাকেট বিদেশী সিগারেটসহ দুইজন সিগারেট চোরাচালানীকে আটক করেছে। আজ বৃহস্পতিবার (১৩ অক্ঠোবর) নাইক্ষ্যংছড়ি থানার  সোনাইছড়ি ইউপির রেজু হেডম্যান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নুর হোসেন প্রঃ নুরু(৩৪), এবং  আব্দুল্লাহ(২৬)। তাদের উভয়ের বাড়ি নাইক্ষ্যংছড়ি থানার সোনাইছড়ি এলাকায়।

এসআইমোঃ মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ সোনাইছড়ি ইউপির রেজু হেডম্যান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী  নুর হোসেন প্রঃ নুরু(৩৪), এবং আব্দুল্লাহ(২৬), উভয় সাং-রেজু নতুন পাড়া, সোনাইছড়ি ইউপি, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবানদ্বয়কে গ্রেফতার করে।

এসময় তাদের হেফাজত হতে ৪১০ প্যাকেট বিভিন্ন ব্রন্ডের বিদেশী সিগারেট উদ্ধার পূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

নিজস্ব প্রতিবেদক:  নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৪১০ প্যাকেট বিদেশী সিগারেটসহ দুইজন সিগারেট চোরাচালানীকে আটক করেছে। আজ বৃহস্পতিবার (১৩ অক্ঠোবর) নাইক্ষ্যংছড়ি থানার  সোনাইছড়ি ইউপির রেজু হেডম্যান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নুর হোসেন প্রঃ নুরু(৩৪), এবং  আব্দুল্লাহ(২৬)। তাদের উভয়ের বাড়ি নাইক্ষ্যংছড়ি থানার সোনাইছড়ি এলাকায়।

এসআইমোঃ মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ সোনাইছড়ি ইউপির রেজু হেডম্যান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী  নুর হোসেন প্রঃ নুরু(৩৪), এবং আব্দুল্লাহ(২৬), উভয় সাং-রেজু নতুন পাড়া, সোনাইছড়ি ইউপি, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবানদ্বয়কে গ্রেফতার করে।

এসময় তাদের হেফাজত হতে ৪১০ প্যাকেট বিভিন্ন ব্রন্ডের বিদেশী সিগারেট উদ্ধার পূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।