ঢাকা ব্যুরো: আগামী ১৫ সেপ্টেম্বর থেকে চলতি বছরের শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রতিদিন পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮। এর আগের বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। এবার মোট পরীক্ষার্থী কমেছে দুই লাখ ২১ হাজার ৩৮৬ জন।
সোমবার (৫ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত বলেছেন, অনিয়মিত পরীক্ষার্থী না থাকায় এর সংখ্যা কমেছে। আগামী ১ অক্টোবর পরীক্ষা শেষ হবে। পরীক্ষা উপলক্ষে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের কোচিং সেন্টার।
Post Views: 245




