আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার ভিংরোল জামেউল উলুম মাদ্রাসার পরিচালকের কক্ষে সন্ত্রাসীদের পরিকল্পিত অগ্নি কাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল এলাকার ধর্মপ্রাণ মুসলিম জনতার ব্যানারে অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ জুলাই) বাদ জুমা পরৈকোড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এম এ মালেকের সভাপতিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ আলী ডিলার, মাস্টার আশরাফ আলী, জাফর ইকবাল তালুকদার, এম এ সালাম, নাসির উদ্দিন ও গিয়াস উদ্দিন প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জামেউল উলুম মাদ্রাসার পরিচালকের কক্ষে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন সে যে হোক তাকে আইনের আওতায় আনা হউক। মাদ্রাসায় আগুন দিয়ে ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনা হয়েছে।




