বিশেষ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই পদ্মা নদী খরস্রোতা নদী। এই পদ্মা সেতু পার হতে কাউকে আর স্বজন হারাতে হবে না, মা-বাবা, ভাই-বোনকে হারাতে হবে না। আমাদের একটাই স্বপ্ন ছিল দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ, সেটা করেছি।
শনিবার (২৫ জুন) দুপুর সোয়া একটায় মাদারীপুরের শিবচর উপজেলায় কাঁঠালবাড়িতে আওয়ামী লীগের জনসভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ কােনো দিন পদ্মা সেতু করতে পারবে না। খালেদা জিয়াকে জিজ্ঞেস করি এসে দেখুন পদ্মা সেতু হয়েছে কি না। আমরা এখন পদ্মা সেতু করে দেখিয়েছি- আমরা পারি।
তিনি বলেন, যারা বাধা দিয়েছে, তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি। তাদেরকে দেখিয়ে দিয়েছি যে বাঙালি পারে। বাংলাদেশের দুঃখ ঘুচে যাবে। অন্তত ২১টি জেলার মানুষের ভাগ্য বদল হবে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। ভূমিহীনও থাকবে না। তাদের ব্যবস্থা আমরা করবো। পদ্মাপাড়ের মানুষ যারা এই সেতু নির্মাণের জন্য নিজেদের জমি ত্যাগ করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।



