বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ও আন্ধারমানিক এলাকায় এখনো নিয়ন্ত্রণে আসেনি ডায়রিয়া। তবে গত তিনদিনে নেই কোন মৃত্যুর সংবাদ। এদিকে দুর্গম এলাকায় ডাইরিয়া ও ম্যালেরিয়া আক্রান্তদের সুস্থ্য করে তোলতে আন্ধারমানিক এলাকায় ১০ শয্যার ফিল্ড হাসপাতাল চালু করা হয়েছে।
গত শক্রবার এই ফিল্ড হাসপাতাল চালু করা হয়। বর্তমানে সেখানে ডাইরিয়া ও ম্যালেরিয়া আক্রান্ত ২৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। পুরোপুরি রোগ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই হাসপাতাল চালু রাখা হবে।
সম্প্রতি চিকিৎসক ও জনপ্রতিনিধিদের সফরকালে ঙারেসা পাড়ার বাসিন্দা হারার ইরচং ম্রো (৩০) জানান, দুর্গম এলাকার কয়েকটি পাড়ায় ডাইরিয়া সচেতনতা অভাবে ব্যাপকভাবে দ্রুত ছড়িয়ে পড়েছে। গত এক সপ্তাহে মধ্যে আমার দুই মেয়ে মারা গেছে।
আন্ধারমানিক পাড়া প্রধান য়ংনং ম্রো (৫০) বলেন, পাহাড়ি দুর্গম এলাকায় গরম এবং শুষ্ক মৌসুমে খাল, ঝিরি ও ছড়ার দূষিত পানি পান করায় লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তিনি আরো বলেন, এ ডায়রিয়া ও ম্যালেরিয়া আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যক বেশি।
এদিকে চিকিৎসকরা জানান, বর্ষার শুরুতে ঝিরিগুলোতে বিভিন্ন জীবাণু বহন করে নদী বা ঝিরিতে মিশে তাদের ব্যবহারের পানির উৎসগুলো দূষিত হয়। এ দূষিত পানি পান ও ব্যবহার করায় ওই এলাকার বাসিন্দারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।
গত দুই সপ্তাহে মারা যাওয়া ব্যাক্তিরা হলেন, ঙারেসা পাড়ার বাসিন্দা কারনী ম্রো (৩২) ছেলে পাইপং ম্রো (৩), মেনতুই ¤্রােঃ (৬৮) ছেলে লংঙি ম্রো (৩০), য়ইচু ম্রো (৪৭) স্ত্রীর পাইলিং ম্রো (৩৫), একই পাড়ার বাসিন্দা ইরচং ম্রো (৩০) দুই মেয়ে চংদং ম্রো (৪) ও য়াংওয়াই ম্রো (২) এবং য়ংনং পাড়ার ক্রাইয়ং ম্রো (৫৩) ও মাইতাং (৬০) পাড়া প্রধান মারা গেছেন।
এই প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা বলেন, রেমাক্রী ইউনিয়নের বড় মদক দুর্গম আন্ধারমানিক এলাকায় ডায়রিয়া প্রাদুর্ভাব এ ভ্রাম্যমাণ হাসপাতালে চিকিৎসার মাধ্যমে পুরো ডায়রিয়া নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে। ভর্তিকৃত ২৬জনের মধ্যে কয়েকজন সুস্থতা অবস্থা দেখা দিয়েছে। সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক হতে সময় লাগবে।
এদিকে মোবাইল মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ডায়রিয়া আক্রান্ত কিছুটা সুস্থতাদের পর্যাপ্ত পরিমাণে ওষুধ ও স্যালাইন দেয়ার হয়েছে। এবং ব্র্যাংকের মশারী বিতরণ করা হয়। এ মেডিকেল ক্যাম্পের প্রত্যেক রোগীর অভিভাবকদের কিভাবে স্যালাইন তৈরী ও ব্যবহারে করবেন? তা শিখিয়ে দিয়ে মেডিকেল অফিসার ডাঃ রায়হানুল কাদের বলেন, ডায়রিয়া পানিবাহিত রোগ। পাহাড়ে দূষিত পানি পান করার জন্য এ রোগ হতে পারে।
ফিল্ড হাসপাতাল পরিদর্শণ করেছেন উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা, আলিকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) মদক কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মোঃ রেজোয়ান আহম্মেদ, মেডিকেল টিমের ডাঃ রায়হানুল কাদের, ডাঃ মিহরাব আল রহমান, মেম্বার মাংচং ¤্রােঃ, মেডিকেল টিমের উসিং মারমা, জ্যোতিপ্রিয় চাকমা প্রমূখ।




