নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরীতে ১৭ শর্তে তিনটি অস্থায়ী পশুরহাট বসানোর অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১০টি হাট বসানোর আবেদনের প্রেক্ষিতে এই ৩টি হাটের অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৬ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের মতামত সাপেক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, অনুমোদন পাওয়া তিনটি অস্থায়ী হাট দ্রুত সময়ের মধ্যে ইজারা দেওয়া হবে। পবিত্র ঈদুল আজহার আগের ১০ দিন হাটগুলো বসবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, নগরীর পাশাপাশি উপজেলা পর্যায়েও হাট বসানোর ব্যাপারে একাধিক আবেদন পড়েছে। তাই কোন হাটকে কী কারণে অনুমোদন দেওয়া হয়নি, তা না দেখে এখন বলা যাচ্ছে না।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরীর তিনটি স্থায়ী হাট হচ্ছে সাগরিকা বাজার, বিবিরহাট ও পোস্তারপাড় ছাগলের হাট। আর অস্থায়ী হাটের জন্য গরু বাজার (নূর নগর হাউজিং এস্টেট), সল্টগোলা রেল ক্রসিং-সংলগ্ন হাট ও দক্ষিণ পতেঙ্গার বাটারফ্লাই পার্কের দক্ষিণে টিকে গ্রুপের খালি মাঠের জায়গায় অনুমোদন দেওয়া হয়েছে।




