রাউজান প্রতিনিধি: প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ^ শিকার করার জন্য চর ঘোরা জাল বসায় মাছ শিকারীরা ।

আজ সোমবার (১৩ জুন) ভোর ৫ টার সময়ে নৌপুলিশ হাটহাজারী ফাড়ির এস আই মো. ওমর ফারুকসহ নৌপুলিশের একটি দল হালদা নদীর মোহনায় রাউজানের কচুখাইন, ছায়ারচর, মদুনাঘাট এলাকায় অভিযান চালিয়ে ১হাজার মিটার দৈর্ঘ ৮টি জাল উদ্বার করে।

নৌপুলিশের অভিযান চালিয়ে ৮ হাজার মিটার জাল উদ্বার করার সময়ে কোন মাছ শিকারীকে পায়নি বলে জানান এস আই ওমর ফারুক।

নৌপুলিশ ও ফাড়ির এস আই ওমর ফারুক আরো বলেন, হালদা নদীর মা মাছ জীববৈচিত্র রক্ষায় নৌপুলিশের অভিযান ও টইল অব্যাহত রয়েছে।

রাউজান প্রতিনিধি: প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ^ শিকার করার জন্য চর ঘোরা জাল বসায় মাছ শিকারীরা ।

আজ সোমবার (১৩ জুন) ভোর ৫ টার সময়ে নৌপুলিশ হাটহাজারী ফাড়ির এস আই মো. ওমর ফারুকসহ নৌপুলিশের একটি দল হালদা নদীর মোহনায় রাউজানের কচুখাইন, ছায়ারচর, মদুনাঘাট এলাকায় অভিযান চালিয়ে ১হাজার মিটার দৈর্ঘ ৮টি জাল উদ্বার করে।

নৌপুলিশের অভিযান চালিয়ে ৮ হাজার মিটার জাল উদ্বার করার সময়ে কোন মাছ শিকারীকে পায়নি বলে জানান এস আই ওমর ফারুক।

নৌপুলিশ ও ফাড়ির এস আই ওমর ফারুক আরো বলেন, হালদা নদীর মা মাছ জীববৈচিত্র রক্ষায় নৌপুলিশের অভিযান ও টইল অব্যাহত রয়েছে।