আবিদুর রহমান বাবুল: চট্টগ্রামের চন্দনাইশে বছর ব্যাপী বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগী বাছায় কর্মসূচী শুভ উদ্বোধন করা হয়।

শনিবার (১১ জুন) উপজেলার দোহাজারী পৌরসভাস্থ সদরের হাজারী বাড়ী প্রাঙ্গণে চট্টগ্রাম চন্দনাইশ সমিতির উদ্যোগে চক্ষু অপারেশনের জন্য রোগী বাছায় কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে অনুষ্ঠিত কর্মসূচী ১ টানা বিরতিহীন ভাবে দুপুর ১টা পর্যন্ত চলে। এ সময় দোহাজারী পৌরসভার পাশ্ববর্তী কালিয়াইশ ইউনিয়ন সহ দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক চক্ষু রোগীর আগমন ঘটে। আগত রোগীদের মধ্যে প্রায় ৩০ জনকে বিনামুল্যে চক্ষু অপারেশন করার জন্য বাছায় করা হয়। বাছায়কৃত এই সকল রোগীদের চট্টগ্রাম পাঁচলাইশে শেভরন আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারে অপারেশন করা হবে।

বাছায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ সমিতি ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল নবী খান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেভরন আই হসপিটালে অপঠোমিসটিম মো রফিক, আওয়ামী লীগ নেতা বাবর আলী ইনু, আব্দুল মান্নান, আরশাদ উল্লাহ, এডভোকেট মো. নজরুল ইসলাম (আহ্বায়ক), মো. ইদ্রিছ, আনাম হাছান, মো. মুন্না (সদস্য সচীব), আবু তাহের প্রমুখ।

আবিদুর রহমান বাবুল: চট্টগ্রামের চন্দনাইশে বছর ব্যাপী বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগী বাছায় কর্মসূচী শুভ উদ্বোধন করা হয়।

শনিবার (১১ জুন) উপজেলার দোহাজারী পৌরসভাস্থ সদরের হাজারী বাড়ী প্রাঙ্গণে চট্টগ্রাম চন্দনাইশ সমিতির উদ্যোগে চক্ষু অপারেশনের জন্য রোগী বাছায় কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে অনুষ্ঠিত কর্মসূচী ১ টানা বিরতিহীন ভাবে দুপুর ১টা পর্যন্ত চলে। এ সময় দোহাজারী পৌরসভার পাশ্ববর্তী কালিয়াইশ ইউনিয়ন সহ দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক চক্ষু রোগীর আগমন ঘটে। আগত রোগীদের মধ্যে প্রায় ৩০ জনকে বিনামুল্যে চক্ষু অপারেশন করার জন্য বাছায় করা হয়। বাছায়কৃত এই সকল রোগীদের চট্টগ্রাম পাঁচলাইশে শেভরন আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারে অপারেশন করা হবে।

বাছায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ সমিতি ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল নবী খান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেভরন আই হসপিটালে অপঠোমিসটিম মো রফিক, আওয়ামী লীগ নেতা বাবর আলী ইনু, আব্দুল মান্নান, আরশাদ উল্লাহ, এডভোকেট মো. নজরুল ইসলাম (আহ্বায়ক), মো. ইদ্রিছ, আনাম হাছান, মো. মুন্না (সদস্য সচীব), আবু তাহের প্রমুখ।