স্টাফ রিপোর্টার: টাউট তেইন্যা আবারও কোটি টাকা আত্মসাত এবং প্রতিপক্ষকে ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছে বলে খবর পাওয়া গেছে। চিহ্নিত কতেক দালাল তার পক্ষে এতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ। এজন্য থানায়ও আসা যাওয়া করছে তেইন্যা। গতকাল মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যার দিকে আনোয়ারা থানার আশপাশে ঘুরাফেরা করতে দেখা গেছে তাকে। জানিয়েছে একটি সুত্র।

এর আগেও একটি ধর্ষণ চেষ্টা মামলা দিয়ে আটকানোর চেষ্টা করে তেইন্য। ধুর্ত পেশাদার এই তেইন্যার বাড়ি আনোয়ারা উপজেলার মুহাম্মদপুর গ্রামে। বাবার নাম মৃত ফজর রহমান। নুরুল ইসলাম ওরফে ফাটা তেইন্যা প্রকাশ টাউট তেইন্যার বিরুদ্ধে অভিযোগ, জাল দলিল তৈরী করে জমি আত্মসাত, টাকা হাতিয়ে নেয়ায় হচ্ছে তার পেশা ও নেশা। তেইন্যা পেশাদার প্রতারক। সে জাল দলিল তৈরীর সিন্ডিকেটের সদস্য। চট্টগ্রাম কোট বিল্ডিংকে ঘিরে যতোসব অপকর্ম এই সিন্ডিকেটের। কিন্তু তার এই অপকৌশল কাজে আসেনি। ধরা পড়তে হয় হাতেনাতে। যেতে হয় জেলহাজতে। দীর্ঘ ২মাস হাজতবাসের পর চলতি বছরের ৭ ফেব্রুয়ারী তারিখে মুক্তি পায় এই তেইন্যা। হাইকোট থেকে মুক্তি পায় বলে জানা গেছে।

তেইন্যা প্রাথমিক শিক্ষার গন্ডিও পার করতে পারেনি। এর আগেও তেইন্যা এবং তার লোকজন চট্টগ্রাম এলএ শাখা হতে জাল-জালিয়াতি এবং নানা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে ৫০লক্ষেরও অধিক টাকা। এনিয়ে তাদের বিরুদ্ধে দেয়া হয়েছে লিখিত অভিযোগ। সর্বশেষ কর্ণফুলী টানেল কর্তৃক অধিগ্রহণকৃত ৩৫/২০১৭-১৮ নং-মামলার বেলচুড়া মৌজার বিএস ২৫৯ দাগের ৭৫০শতাংশ জমির ৩৬ লক্ষ টাকা আত্মসাত করার জন্য উঠে পড়ে লাগে। তেইন্যা এবং তার লোকজন। জমির প্রকৃত মালিকের বিরুদ্ধে দেয়া হয়েছে নানা মিথ্যা অভিযোগও। বারবার আটকে দেয়া হচ্ছে জমির প্রকৃত মালিকের ক্ষতিপুরণের ফাইল। করা হচ্ছে সীমাহীন হয়রানী।

প্রতারক তেইন্যা নিজেই বিপুল অংকের এই টাকা হাতিয়ে নেয়ার জোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া তার সিন্ডিকেট চট্টগ্রাম এলএ শাখাসহ নানা জায়গায় চেষ্টা তদবির করছে বলে খবর পাওয়া গেছে। নুরুল ইসলাম ছেলে ফোরকানের বিরুদ্ধে জাল দলিল তৈরী এবং টাকা আত্মসাত চেষ্টার অভিযোগে দায়েরকৃত জিআর-২০৪/২১ মামলায় আজ বুধবার ২৫ মে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগ গঠনের দিন ধার্য্য রয়েছে। চার্জ গঠনের পরপরই শুরু হবে মামলার বিচার কার্যক্রম। তারপরও বসে নেই টাউট তেইন্যার ছেলে ইয়াবা ব্যবসায়ী ফোরকান এবং তাদের লোকজন। তারা বাদী পক্ষের লোকজনকে প্রতিনিয়ত গালাগাল, ভয়ভীতি প্রাণনাশের হুমকি এমনকি একটি মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। এর আগেও প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা চালায় তেইন্য ও তার সিন্ডিকেট। অভিযোগ ভুক্তভোগিদের।

স্থানীয় সুত্রগুলো জানায়, টাউট এই তেইন্যার পুত্র ফোরকান নিজেদের পাহাড়সম অভিযোগ ঢাকার জন্য এবার নানা ফন্দি ফিকির শুরু করেছে। স্থানীয় থানা পুলিশ, জন প্রতিনিধিদের সাথে সখ্যতা ভাব জমানোর চেষ্টা করছে। এক সময়ের এই রিক্সা চালক চট্টগ্রাম এলএ শাখা হতে বিপুল অংকের আত্মসাতের টাকায় উৎসবের আয়োজন করে ধুর্ত এই তেইন্যা। সাথে এলাকার কতেক চিহ্নিত দালালও ছিল বলে জানা যায়।

চট্টগ্রাম শহর থেকে ব্যান্ড পাটি নিয়ে বাড়িতে এবং এলাকায় দিনভর ঢোল পিটিয়ে রীতিমতো আতঙ্কের সৃষ্টি করে। কিন্তু তার এই অপকর্মের বিষয়ে কেউ টু-শব্দ পর্যন্ত করেনি। চলতি মাসের ১৮মে বুধবার ব্যান্ড পাটি নিয়ে উৎসব এবং পরদিন ১৯ মে বৃহস্পতিবার মেজবানের আয়োজন করে তেইন্যা ও তার পুত্র ফোরকান। এমনকি বাদী পক্ষের বাড়ির সামনেও ঘন্টা ব্যাপী ঢোল পিটিয়ে আনন্দ উৎসব করা হয় বলে জানা গেছে। এলাকায় তেইন্যার মেজবান এবং ব্যান্ড পাটির উৎসব নিয়ে সাধারণের মাঝে নানা কৌতুহলের সৃষ্টি হয় বলে জানিয়েছেন অনেকে।

স্থানীয়রা জানায়, মুহাম্মদপুর সিকদার বাড়িতে রয়েছে শত বছরের প্রাচীন মসজিদ, ফোরকানীয়া মাদ্রাসা এবং কবরস্থান। সাথে আছে শত বছরের পুকুরও। মসজিদ কবরস্থান লাগোয়া আছে টাউট তেইন্যার বাড়িও। স্পর্শ কাতর এসব ধর্মীয় প্রতিষ্ঠানের সামনেই দিনভর বাদ্য বাজনা ঢোল পিটিয়ে আনন্দ উৎসব করা হয়। এতে সাধারণ মানুষের মাঝে ধর্মীয় আঘাত দেয়া হয় বলে মন্তব্য অনেকের।

টাউট এই তেইন্যার ছেলে ফোরকান এতো টাকা কোথায় পেয়েছে নাকি আলাদিনের চেরাগ পেয়েছে! এই নিয়ে অভিযোগ তুলেছে স্থানীয় বিজ্ঞ মহল। লোকজন জোর দিয়ে বলেছেন, ইয়াবা বিক্রির টাকা এবং এলএ শাখা হতে আত্মসাতের টাকায় তাদের এই ফুর্তি। বাদী পক্ষের লোকজনের বিরুদ্ধে নানা অশ্লীল গালাগাল এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে নেয়ার হুমকিও দেয়া হয় বলে জানায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। টাকার উৎস খতিয়ে দেখারও দাবী স্থানীয়দের।

স্টাফ রিপোর্টার: টাউট তেইন্যা আবারও কোটি টাকা আত্মসাত এবং প্রতিপক্ষকে ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছে বলে খবর পাওয়া গেছে। চিহ্নিত কতেক দালাল তার পক্ষে এতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ। এজন্য থানায়ও আসা যাওয়া করছে তেইন্যা। গতকাল মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যার দিকে আনোয়ারা থানার আশপাশে ঘুরাফেরা করতে দেখা গেছে তাকে। জানিয়েছে একটি সুত্র।

এর আগেও একটি ধর্ষণ চেষ্টা মামলা দিয়ে আটকানোর চেষ্টা করে তেইন্য। ধুর্ত পেশাদার এই তেইন্যার বাড়ি আনোয়ারা উপজেলার মুহাম্মদপুর গ্রামে। বাবার নাম মৃত ফজর রহমান। নুরুল ইসলাম ওরফে ফাটা তেইন্যা প্রকাশ টাউট তেইন্যার বিরুদ্ধে অভিযোগ, জাল দলিল তৈরী করে জমি আত্মসাত, টাকা হাতিয়ে নেয়ায় হচ্ছে তার পেশা ও নেশা। তেইন্যা পেশাদার প্রতারক। সে জাল দলিল তৈরীর সিন্ডিকেটের সদস্য। চট্টগ্রাম কোট বিল্ডিংকে ঘিরে যতোসব অপকর্ম এই সিন্ডিকেটের। কিন্তু তার এই অপকৌশল কাজে আসেনি। ধরা পড়তে হয় হাতেনাতে। যেতে হয় জেলহাজতে। দীর্ঘ ২মাস হাজতবাসের পর চলতি বছরের ৭ ফেব্রুয়ারী তারিখে মুক্তি পায় এই তেইন্যা। হাইকোট থেকে মুক্তি পায় বলে জানা গেছে।

তেইন্যা প্রাথমিক শিক্ষার গন্ডিও পার করতে পারেনি। এর আগেও তেইন্যা এবং তার লোকজন চট্টগ্রাম এলএ শাখা হতে জাল-জালিয়াতি এবং নানা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে ৫০লক্ষেরও অধিক টাকা। এনিয়ে তাদের বিরুদ্ধে দেয়া হয়েছে লিখিত অভিযোগ। সর্বশেষ কর্ণফুলী টানেল কর্তৃক অধিগ্রহণকৃত ৩৫/২০১৭-১৮ নং-মামলার বেলচুড়া মৌজার বিএস ২৫৯ দাগের ৭৫০শতাংশ জমির ৩৬ লক্ষ টাকা আত্মসাত করার জন্য উঠে পড়ে লাগে। তেইন্যা এবং তার লোকজন। জমির প্রকৃত মালিকের বিরুদ্ধে দেয়া হয়েছে নানা মিথ্যা অভিযোগও। বারবার আটকে দেয়া হচ্ছে জমির প্রকৃত মালিকের ক্ষতিপুরণের ফাইল। করা হচ্ছে সীমাহীন হয়রানী।

প্রতারক তেইন্যা নিজেই বিপুল অংকের এই টাকা হাতিয়ে নেয়ার জোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া তার সিন্ডিকেট চট্টগ্রাম এলএ শাখাসহ নানা জায়গায় চেষ্টা তদবির করছে বলে খবর পাওয়া গেছে। নুরুল ইসলাম ছেলে ফোরকানের বিরুদ্ধে জাল দলিল তৈরী এবং টাকা আত্মসাত চেষ্টার অভিযোগে দায়েরকৃত জিআর-২০৪/২১ মামলায় আজ বুধবার ২৫ মে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগ গঠনের দিন ধার্য্য রয়েছে। চার্জ গঠনের পরপরই শুরু হবে মামলার বিচার কার্যক্রম। তারপরও বসে নেই টাউট তেইন্যার ছেলে ইয়াবা ব্যবসায়ী ফোরকান এবং তাদের লোকজন। তারা বাদী পক্ষের লোকজনকে প্রতিনিয়ত গালাগাল, ভয়ভীতি প্রাণনাশের হুমকি এমনকি একটি মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। এর আগেও প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা চালায় তেইন্য ও তার সিন্ডিকেট। অভিযোগ ভুক্তভোগিদের।

স্থানীয় সুত্রগুলো জানায়, টাউট এই তেইন্যার পুত্র ফোরকান নিজেদের পাহাড়সম অভিযোগ ঢাকার জন্য এবার নানা ফন্দি ফিকির শুরু করেছে। স্থানীয় থানা পুলিশ, জন প্রতিনিধিদের সাথে সখ্যতা ভাব জমানোর চেষ্টা করছে। এক সময়ের এই রিক্সা চালক চট্টগ্রাম এলএ শাখা হতে বিপুল অংকের আত্মসাতের টাকায় উৎসবের আয়োজন করে ধুর্ত এই তেইন্যা। সাথে এলাকার কতেক চিহ্নিত দালালও ছিল বলে জানা যায়।

চট্টগ্রাম শহর থেকে ব্যান্ড পাটি নিয়ে বাড়িতে এবং এলাকায় দিনভর ঢোল পিটিয়ে রীতিমতো আতঙ্কের সৃষ্টি করে। কিন্তু তার এই অপকর্মের বিষয়ে কেউ টু-শব্দ পর্যন্ত করেনি। চলতি মাসের ১৮মে বুধবার ব্যান্ড পাটি নিয়ে উৎসব এবং পরদিন ১৯ মে বৃহস্পতিবার মেজবানের আয়োজন করে তেইন্যা ও তার পুত্র ফোরকান। এমনকি বাদী পক্ষের বাড়ির সামনেও ঘন্টা ব্যাপী ঢোল পিটিয়ে আনন্দ উৎসব করা হয় বলে জানা গেছে। এলাকায় তেইন্যার মেজবান এবং ব্যান্ড পাটির উৎসব নিয়ে সাধারণের মাঝে নানা কৌতুহলের সৃষ্টি হয় বলে জানিয়েছেন অনেকে।

স্থানীয়রা জানায়, মুহাম্মদপুর সিকদার বাড়িতে রয়েছে শত বছরের প্রাচীন মসজিদ, ফোরকানীয়া মাদ্রাসা এবং কবরস্থান। সাথে আছে শত বছরের পুকুরও। মসজিদ কবরস্থান লাগোয়া আছে টাউট তেইন্যার বাড়িও। স্পর্শ কাতর এসব ধর্মীয় প্রতিষ্ঠানের সামনেই দিনভর বাদ্য বাজনা ঢোল পিটিয়ে আনন্দ উৎসব করা হয়। এতে সাধারণ মানুষের মাঝে ধর্মীয় আঘাত দেয়া হয় বলে মন্তব্য অনেকের।

টাউট এই তেইন্যার ছেলে ফোরকান এতো টাকা কোথায় পেয়েছে নাকি আলাদিনের চেরাগ পেয়েছে! এই নিয়ে অভিযোগ তুলেছে স্থানীয় বিজ্ঞ মহল। লোকজন জোর দিয়ে বলেছেন, ইয়াবা বিক্রির টাকা এবং এলএ শাখা হতে আত্মসাতের টাকায় তাদের এই ফুর্তি। বাদী পক্ষের লোকজনের বিরুদ্ধে নানা অশ্লীল গালাগাল এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে নেয়ার হুমকিও দেয়া হয় বলে জানায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। টাকার উৎস খতিয়ে দেখারও দাবী স্থানীয়দের।