নিজস্ব প্রতিবেদক: কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল, কালিউস) মাছের অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে আজ মঙ্গলবার (২৪ মে) আরো একটি ৩৪তম মৃত মিঠা পানির গাঙ্গেয় ডলফিন উদ্ধার করা হয়।
আইডিএফ স্বেচ্ছাসেবক মোঃ জসিম উদ্দিনের মাধ্যমে স্থানীয় মেম্বারের সহযোগিতায় হালদা নদীর তীরবর্তী অঞ্চল লাঙ্গলমোড়া ইউনিয়নের তেরপালি খালের মুখ থেকে ৪.৪০ মিনিটে ৬০ ইঞ্চি (৫ ফুট) লম্বায় প্রায় ৩৫ কেজি ওজনের ডলফিনটি উদ্ধার করা হয়।
বর্তমানে এটি হালদা রিভার রিসার্স ল্যাবেটরিতে সংরক্ষণ করা হয়েছে। সুরতহাল অনুযায়ী ডলফিনটির মুখে এবং দেহে ক্ষত চিহ্ন রয়েছে। মুখে জাল আটকে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Post Views: 281




