ক্রাইম প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের বাকলিয়া ও কোতোয়ালীতে গলায় ফাঁস দিয়ে দুইজনের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তারা হলেন- বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকার মো. এরশাদের মেয়ে লিজা আক্তার (১৭) ও কোতোয়ালী থানার ওমর আলী মার্কেট এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে মো. খলিল মৃধা (৪৫)। আজ মঙ্গলবার (২৪ মে) দুপুরের দিকে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, কোতোয়ালীতে ব্যাচেলর বাসার দরজা ভেঙ্গে মো. খলিল মৃধা (৪৮) নামে এক লবণ ব্যবসায়ির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।দুপুর ২টার দিকে ভাড়া বাসায় দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়। নিহত খলিল মৃধা ওমর আলী মার্কেটের মৃত হাফিজুর রহমানের ছেলে। তার মেয়ের জামাইকে সঙ্গে নিয়ে ব্যাচেলর বাসায় থাকতেন।
কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, প্রতিবেশিরা দুপুর পর্যন্ত তার কোন সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরবতীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নগরীর বাকলিয়ায় ফ্যানের সঙ্গে ঝুলে লিজা আক্তার ( ১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। দুপুর ১টার দিকে মিয়াখান নগর ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে। লিজা ওই এলাকার মো. এরশাদের মেয়ে।
নিহতের বড় ভাই আকাশ বলেন, দুপুর ১টার দিকে রুমে ঢুকে দেখি লিজা ফ্যানের সঙ্গে ঝুলছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ওই কিশোরীকে মুমূর্ষ অবস্থায় তার পরিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজনের বরাতে আত্মহত্যা বলে জানা গেছে।



