প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম রহমত উল্লাহ চৌধুরী’র ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মে) সকালে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের আয়োজনে চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুব এর সভাপতিত্বে স্বরণসভা অনুষ্ঠিত হয়।
সদস্যসচিব মিরন হোসেন মিলনের সষ্ণলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন চৌধুরী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফর আলী, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ শাহাব উদ্দিন আহমেদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড, তিমির বরন চৌধুরী, মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরী, নগর আওয়ামী লীগের সদস্য মো ইছা, মো বেলাল, মরহুম রহমত উল্লাহ চৌধুরী ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাবিব উল্লাহ ভাস্কর চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য মোহাম্মদ সিরাজ উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস,বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো আলমগীর, মো সিরাজুল ইসলাম, মীর মো নওশাদ, সাদেকুর রহমান, কামাল উদ্দীন চৌধুরী, আবুল কাশেম মোল্লা,মো হারুনুর রশিদ রনি, মো বখতিয়ার, নুরুল আলম লেদু, সৈয়দ মো জাহাঙ্গীর আলম, রবিউল হোসেন জাহাঙ্গীর, মো বেলাল হোসেন, মো নুরুল আমিন, মানিক মিয়া, লোকমান হাকিম, সৈয়দ মো ওমর ফারুক, শেখ মো মহিউদ্দিন, মো হারুনুর রশিদ, মো ফাতাউর রহমান, মো কাউসার, নগর মহিলা শ্রমিক লীগ সহ সভানেত্রী সেলিনা খান, সাধারণ সম্পাদিকা আনোয়ারা আলম, মহিলা নেত্রী রুনা আকতার, আহমদ উল্লাহ কালু, গোলাম রাব্বানী, মো সোহেল সাব্বির, মো দুলাল, মো ফারুক, মো আলী, মো দিদার প্রমুখ।
স্বরণসভায় বক্তারা মরহুম রহমত উল্লাহ চৌধুরী’র রাজনৈতিক ব্যক্তিত্বের কথা আলোচনা করতে গিয়ে বলেন, নেতৃত্ব গঠনে ও শ্রমজীবী মানুষের দাবী আদায়ে রহমত উল্লাহ চৌধুরী ছিলেন অদ্বিতীয়।
Post Views: 577




