আবিদুর রহমান বাবুল দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি॥ চট্টগ্রামের চন্দনাইশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) অর্থায়নে নির্মিত সড়ক পরিদর্শন করেন এডিবি কর্মকর্তারা।আজ  মঙ্গলবার (২৪ মে) সকাল ১০টায় উপজেলার দেওয়ান হাট, বৈলতলী, বরমা, ধামাইর হাট থেকে পটিয়া উপজেলা সংযোগ সড়ক এর ১৬ কিলোমিটার রাস্তা মেরামত সড়ক প্রতিরক্ষা সড়ক নিরাপত্তা এবং কার্পেটিং সিলকোটের কাজ পরিদর্শন করেন।

জানা যায়, চন্দনাইশ আঞ্চলিক সড়কের মধ্যে দেওয়ান হাট, বৈলতলী, বরমা, ধামাইর হাট হতে পটিয়া সংযোগ সড়ক অত্যান্ত গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি দীর্ঘদিন চলাচলের অযোগ্য হয়ে পড়ায় ২০২০ সালের জুলাই মাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দরপত্র আহ্বান করেন। দরপত্র দাতাদের মধ্যে ঠিকাদারী ফার্ম মেসার্স হাসান টেকনো বিল্ডার্স সর্বনিম্ন দরদাতা হওয়ায় কাজটি এই ফার্মের নামে দেওয়া হয়। কাজটি সম্পন্ন করার শেষ সময় ২০২২ সালে জুন মাসে। দরপত্রে ব্যয় ধরা হয়েছে প্রায় ২১ কোটি টাকা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দরপত্র আহ্বান করলেও মূলতঃ দাতা সংস্থা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। ইতিমধ্যে কাজটি ৯৫% শেষ হয়েছে। আজ মঙ্গলবার এ.ডি.বি’র কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ যৌথভাবে এ সড়ক পরিদর্শন করেন।

এ সময় প্রকল্প পরিচালক, এলজিইডি. আরসিআইপি মোহাম্মদ কামরুল ইসলাম, মিশন লিডার, এডিবি অমৃত কুমার দাশ, নির্বাহী প্রকৌলশী এলজিইডি চট্টগ্রাম এ.কে.এম আমিরুজ্জামান, সিনিয়র ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অফিসার এডিবি মুহাম্মদ মঞ্জুরুল আহমেদ, সিনিয়র প্রজেক্ট এসিন্টেন্ট এডিবি হালিমা ফেরদৌসী, এডিবি জেন্ডার স্পেশালিষ্ট সিনেরা চাকমা, উপ-প্রকল্প পরিচালক এলজিইডি আরসিআইপি, মোহাম্মদ মনচুর আলী, ডেপুটি টিম লিডার, এলজিইডি, আরসিআইপি মোঃ আলতাফ হোসেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, চন্দনাইশ উপজেলা প্রকৌশলী মোঃ জুনায়েদ আবছার চৌধুরী, চন্দনাইশ এলজিইডি’র উপ-সহকারি প্রকৌশলী আবুল কালাম প্রমুখ।

সড়ক পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক, এলজিইডি. আরসিআইপি মোহাম্মদ কামরুল ইসলাম দি ক্রাইমকে জানান এডিবি’র অন্তর্ভূক্ত বিভিন্ন জেলার সড়কের মধ্যে কুমিল্লা এবং নোয়াখালী জেলার কাজ সন্তোষজনক ভাবে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার সড়ক মেরামতের কাজও ঠিকাদার ভালো ভাবে সম্পন্ন করার পথে।

আবিদুর রহমান বাবুল দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি॥ চট্টগ্রামের চন্দনাইশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) অর্থায়নে নির্মিত সড়ক পরিদর্শন করেন এডিবি কর্মকর্তারা।আজ  মঙ্গলবার (২৪ মে) সকাল ১০টায় উপজেলার দেওয়ান হাট, বৈলতলী, বরমা, ধামাইর হাট থেকে পটিয়া উপজেলা সংযোগ সড়ক এর ১৬ কিলোমিটার রাস্তা মেরামত সড়ক প্রতিরক্ষা সড়ক নিরাপত্তা এবং কার্পেটিং সিলকোটের কাজ পরিদর্শন করেন।

জানা যায়, চন্দনাইশ আঞ্চলিক সড়কের মধ্যে দেওয়ান হাট, বৈলতলী, বরমা, ধামাইর হাট হতে পটিয়া সংযোগ সড়ক অত্যান্ত গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি দীর্ঘদিন চলাচলের অযোগ্য হয়ে পড়ায় ২০২০ সালের জুলাই মাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দরপত্র আহ্বান করেন। দরপত্র দাতাদের মধ্যে ঠিকাদারী ফার্ম মেসার্স হাসান টেকনো বিল্ডার্স সর্বনিম্ন দরদাতা হওয়ায় কাজটি এই ফার্মের নামে দেওয়া হয়। কাজটি সম্পন্ন করার শেষ সময় ২০২২ সালে জুন মাসে। দরপত্রে ব্যয় ধরা হয়েছে প্রায় ২১ কোটি টাকা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দরপত্র আহ্বান করলেও মূলতঃ দাতা সংস্থা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। ইতিমধ্যে কাজটি ৯৫% শেষ হয়েছে। আজ মঙ্গলবার এ.ডি.বি’র কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ যৌথভাবে এ সড়ক পরিদর্শন করেন।

এ সময় প্রকল্প পরিচালক, এলজিইডি. আরসিআইপি মোহাম্মদ কামরুল ইসলাম, মিশন লিডার, এডিবি অমৃত কুমার দাশ, নির্বাহী প্রকৌলশী এলজিইডি চট্টগ্রাম এ.কে.এম আমিরুজ্জামান, সিনিয়র ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অফিসার এডিবি মুহাম্মদ মঞ্জুরুল আহমেদ, সিনিয়র প্রজেক্ট এসিন্টেন্ট এডিবি হালিমা ফেরদৌসী, এডিবি জেন্ডার স্পেশালিষ্ট সিনেরা চাকমা, উপ-প্রকল্প পরিচালক এলজিইডি আরসিআইপি, মোহাম্মদ মনচুর আলী, ডেপুটি টিম লিডার, এলজিইডি, আরসিআইপি মোঃ আলতাফ হোসেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, চন্দনাইশ উপজেলা প্রকৌশলী মোঃ জুনায়েদ আবছার চৌধুরী, চন্দনাইশ এলজিইডি’র উপ-সহকারি প্রকৌশলী আবুল কালাম প্রমুখ।

সড়ক পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক, এলজিইডি. আরসিআইপি মোহাম্মদ কামরুল ইসলাম দি ক্রাইমকে জানান এডিবি’র অন্তর্ভূক্ত বিভিন্ন জেলার সড়কের মধ্যে কুমিল্লা এবং নোয়াখালী জেলার কাজ সন্তোষজনক ভাবে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার সড়ক মেরামতের কাজও ঠিকাদার ভালো ভাবে সম্পন্ন করার পথে।