ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা কার্যালয় চুরির ঘটনা ঘটেছে। এসময় প্রকৌশলীর বন্ধ কক্ষে টিন খুলে কম্পিউটারের ২টি হার্ডডিস্ক নিয়ে যায়।

সোমবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ৩টার পর যে কোনো সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন পৌরসভার সচিব নুরুল আবছার।

তিনি বলেন, আমি সকালে অফিসে আসার পর দেখি সুইপার ঝাড়ু দেয়ার জন্য দাঁড়িয়ে আছে। পরে আমি রুমের তালা খুলে দিই। ঝাড়ুদার মহিলা পরিষ্কার করার সময় টিন খুলা দেখে আমাকে জানালে পরে আমি গিয়ে দেখি সব কিছু এলোমেলো পড়ে আছে। কম্পিউটারের ২টি হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে। আলমারি খোলা, মনিটর পড়ে আছে অন্য টেবিলে। বিষয়টি মেয়রের সাথে যোগাযোগ করে থানাকে জানাই। এ বিটে দায়িত্ব থাকা পুলিশ কর্মকর্তা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।’

নাজিরহাট পৌর মেয়র সিরাজ উদ-দৌলা বলেন, আমি জরুরী কাজে ঢাকায় আছি। চুরির বিষয়ে থানাকে জানানো হয়েছে।

দায়িত্বে থাকা প্রহরী নরুল ইসলাম বলেন, আমি গতরাতে হল রুমে ছিলাম। রাত সাড়ে ৩টার দিয়ে পৌরসভার ময়লার গাড়ি আসলে গেইট খুলে পরে বন্ধ করে দিই। পরে আমি হল রুমে গিয়ে বসলে আমার হঠাৎ ঘুম চলে আসে। এর পর কিভাবে কি হয়েছিল আমি জানি না। সব দিকে তালা বন্ধ ছিল। তবে পৌর হল রুমের পাশের ভবনের ছাদ দিয়ে পৌরসভা কার্যালয়ে টিন শেটের আসা যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ আনোয়ার বলেন, এরকম কোনো অভিযোগ আমি এখনো পাইনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

উল্লেখ্য,এর আগে ফটিকছড়ির আদালত ভবন ও পাইন্দং ইউপি পরিষদের কম্পিউটার চুরির ঘটনা ঘটে। এসব চুরির ঘটনা রহস্যজনক মনে করছেন এলাকাবাসী।

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা কার্যালয় চুরির ঘটনা ঘটেছে। এসময় প্রকৌশলীর বন্ধ কক্ষে টিন খুলে কম্পিউটারের ২টি হার্ডডিস্ক নিয়ে যায়।

সোমবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ৩টার পর যে কোনো সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন পৌরসভার সচিব নুরুল আবছার।

তিনি বলেন, আমি সকালে অফিসে আসার পর দেখি সুইপার ঝাড়ু দেয়ার জন্য দাঁড়িয়ে আছে। পরে আমি রুমের তালা খুলে দিই। ঝাড়ুদার মহিলা পরিষ্কার করার সময় টিন খুলা দেখে আমাকে জানালে পরে আমি গিয়ে দেখি সব কিছু এলোমেলো পড়ে আছে। কম্পিউটারের ২টি হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে। আলমারি খোলা, মনিটর পড়ে আছে অন্য টেবিলে। বিষয়টি মেয়রের সাথে যোগাযোগ করে থানাকে জানাই। এ বিটে দায়িত্ব থাকা পুলিশ কর্মকর্তা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।’

নাজিরহাট পৌর মেয়র সিরাজ উদ-দৌলা বলেন, আমি জরুরী কাজে ঢাকায় আছি। চুরির বিষয়ে থানাকে জানানো হয়েছে।

দায়িত্বে থাকা প্রহরী নরুল ইসলাম বলেন, আমি গতরাতে হল রুমে ছিলাম। রাত সাড়ে ৩টার দিয়ে পৌরসভার ময়লার গাড়ি আসলে গেইট খুলে পরে বন্ধ করে দিই। পরে আমি হল রুমে গিয়ে বসলে আমার হঠাৎ ঘুম চলে আসে। এর পর কিভাবে কি হয়েছিল আমি জানি না। সব দিকে তালা বন্ধ ছিল। তবে পৌর হল রুমের পাশের ভবনের ছাদ দিয়ে পৌরসভা কার্যালয়ে টিন শেটের আসা যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ আনোয়ার বলেন, এরকম কোনো অভিযোগ আমি এখনো পাইনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

উল্লেখ্য,এর আগে ফটিকছড়ির আদালত ভবন ও পাইন্দং ইউপি পরিষদের কম্পিউটার চুরির ঘটনা ঘটে। এসব চুরির ঘটনা রহস্যজনক মনে করছেন এলাকাবাসী।