চন্দনাইশ প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গাছবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী জাহেদুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আজ (২৪ মে) মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় গাছবাড়িয়া কলেজের সামনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ,নিহতের সহপাটি ও এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. সুব্রত বড়–য়া ,কলেজ ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম বাবু,তৌহিদুল ইসলাম,সেফানুর চৌধুরী, ইমরান হাসান সাঈদ ও আরিফ হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা অনতিবিলম্বে কলেজ শিক্ষার্থী জাহেদুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানান।

ইতোপূর্বেও তারা চট্টগ্রাম –কক্সবাজার মহাসড়ক টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন। এসময় খবর পেয়ে চন্দনাইশ থানার (ওসি) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে আসামী গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধকারিরা অবরোধ তুলে নেন।

উল্লেখ্য যে, গত ১৮ মে রাতে তিন বন্ধু চৌধুরীপাড়া থেকে উপজেলার জিলহজ ফকিরপাড়া এলাকায় বেড়াতে গিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহেদুল ইসলামসহ ৩ বন্ধু আহত হন। এসময় স্থানীয়রা তাদেরকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহেদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে নিহতের পিতা মো.জাহাঙ্গীর আলম বাদি হয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও অদ্যবধি এজাহারভ’ক্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

চন্দনাইশ প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গাছবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী জাহেদুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আজ (২৪ মে) মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় গাছবাড়িয়া কলেজের সামনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ,নিহতের সহপাটি ও এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. সুব্রত বড়–য়া ,কলেজ ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম বাবু,তৌহিদুল ইসলাম,সেফানুর চৌধুরী, ইমরান হাসান সাঈদ ও আরিফ হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা অনতিবিলম্বে কলেজ শিক্ষার্থী জাহেদুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানান।

ইতোপূর্বেও তারা চট্টগ্রাম –কক্সবাজার মহাসড়ক টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন। এসময় খবর পেয়ে চন্দনাইশ থানার (ওসি) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে আসামী গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধকারিরা অবরোধ তুলে নেন।

উল্লেখ্য যে, গত ১৮ মে রাতে তিন বন্ধু চৌধুরীপাড়া থেকে উপজেলার জিলহজ ফকিরপাড়া এলাকায় বেড়াতে গিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহেদুল ইসলামসহ ৩ বন্ধু আহত হন। এসময় স্থানীয়রা তাদেরকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহেদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে নিহতের পিতা মো.জাহাঙ্গীর আলম বাদি হয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও অদ্যবধি এজাহারভ’ক্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।