বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলার মায়ানমার সীমান্ত দিয়ে অবৈধ পথে আনা ৪০ টি গরু আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৪মে) ভোররাতে আলীকদম-পোয়ামুহুরী সড়কের ৭কিলোমিটার নামক স্থানে জঙ্গল থেকে এই গরু গুলো উদ্ধার করা হয়।
সীমান্ত পথে চোরাকারবারীরা গরু পাচার করছে এ খবর পেয়ে আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেকার এর নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালায়।
কোরবানি কে সামনে রেখে গরু গুলো চোরাকারবারিরা আলীকদমের পোয়ামুহুরী মায়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশ নিয়ে আসে। অভিযানের সময় চোরাকারবারীরা গরুগুলো জঙ্গলে রেখে পালিয়ে যায়।
এদিকে উদ্ধারকৃত গরুগুলো সকালে আলীকদম উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে। এসব গরু বান্দরবান কাস্টমকে হস্তান্তর করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ৫৭ বিজিবি কর্তৃপক্ষ।
সম্প্রতি চোরাই পথে নিয়ে আসা আরও বেশকিছু গরু উদ্ধার করে উপজেলা প্রশাসন। উল্লেখ্য কোরবানি কে সামনে রেখে একটি চক্র মায়ানমার সীমান্ত দিয়ে পাহাড়ি পথে বিপুলসংখ্যক গরু বাংলাদেশে চোরাইপথে নিয়ে আসছে বলে খবর পাওয়া গেছে।




