নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের পলিটেকনিকের চন্দ্রনগর এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। এতে করে নগরের মুরাদপুর, ষোলশহর, দুই নম্বর গেইট, জিইসি, বায়েজিদসহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। পরে পুলিশের হস্তক্ষেপে মালিকপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে আসে। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে পলিটেকনিক মোড়ে আনোয়ারা গার্মেন্টসের ৬০ থেকে ৭০ জন শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
জানা গেছে, এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে আনোয়ারা গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে আসে। এসময় তারা সড়ক অবরোধ করে বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আসলেও শ্রমিকরা রাস্তায় অনড় অবস্থানে থাকে। পরে মালিকপক্ষ এসে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা কাজে ফিরে যায়।
এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, গতমাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। তারা একঘণ্টার মত রাস্তায় অবস্থান করেছে। পরে মালিকপক্ষ এসে বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা যার যার কাজে ফিরে যায় বলে তিনি জানান।




