প্রেস বিজ্ঞপ্তি: আইপিএল খেলার প্রিয় দলের শ্রেষ্ঠত্ব বিতর্ক, হালকা মারামারি এবং এর কয়েক ঘন্টা পর সংঘবদ্ধ সমর্থক দলের আক্রমনে নিহত ফারুক হত্যার প্রধান দুই আসামী ফয়সাল ও ফরহাদ রাব-৭ এর হাতে গ্রেফতার হয়েছে। আজ সোমবার (২৩ মে) চকরিয়া থানাধীন বেতুয়া বাজার ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন পুরাতন কলেজ রোড সংলগ্ন অনন্তপুর তার খালাতো ভাইয়ের ভাড়া বাসা হতে গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম মোঃ ফারুক(৩৫) একজন দিনমজুর ছিলেন। গত ৫ এপ্রিল বিকালে ফারুক হাটহাজারী থানাধীন আমান বাজারের পশ্চিমে ফয়সালের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল খেলা দেখছিল। সেখানে মোঃ ফরহাদ(২১)ও খেলা দেখছিল। খেলার পক্ষ বিপক্ষ নিয়ে ফরহাদের সাথে ফারুকের তর্ক বির্তক হয়। তর্ক বির্তকের এক পর্যায়ে ওই দিন রাতে ফারুক দোকান হতে বের হয়ে নিজ বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়ে হাটহাজারী থানাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১ নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী আমান বাজারের পশ্চিমে ভাড়াটিয়া ফয়সালের চায়ের দোকানের পাশ্বের নাজিম কলোনীর গলি পথে পৌঁছালে ফরহাদ (২১), ফয়সাল (২২) এবং অজ্ঞাতনামা আরও ৪/৫জনসহ লোহার শিকল, এসএস পাইপ ও লাঠি দিয়ে ভিকটিমকে হত্যা করার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে মারধর করে ফারুকের মাথায়, ডান কানে, নাকে, চোখে ও মুখসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করে গুরুতর জখম করে।
আঘাত প্রাপ্ত হইয়া ভিকটিম ফারুকের মুখ দিয়ে অতিরিক্ত লালা নির্গত হইতে থাকায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে আসামীগন ঘটনাস্থল হতে পালিয়ে যায়। ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে থাকা দেখে রাস্তার লোকজন গুরুতর জখম অবস্থায় চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম মোঃ ফারুককে পর্যবেক্ষন ও পরীক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষনা করেন।
উক্ত ঘটনায় ভিকটিমের মা সুরমা বেগত বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় ১১ জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে যার মামলা নং- ০৫ তারিখ-০৬ এপ্রিল ২০২২ খ্রিঃ ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৫০৬ পেনাল কোড ১৮৬০।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




