মিরসরাই প্রতিনিধি: মিরসরাই থানা পুলিশের অভিযানে ১ হাজার ২’শ ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২২ মে) বিকেলে মিরসরাই পৌর বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী রনি- রানা নামের যাত্রী বাহী বাসে তল্লাসী চালিয়ে মো. সাদেক প্রকাশ ল্যাডাইয়া (২২) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারী মো. সাদেক প্রকাশ ল্যাডাইয়া (২২) কক্সবাজার জেলার টেকনাফ থানার ৩ নং টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড উত্তর নাজিরপাড়া এলাকার মৃত মোজাহার মিয়া প্রকাশ মোজাহার হাজীর পুত্র।
মিরসরাই থানার অফিসার ইনচর্জা (ওসি) কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী রনি রানা নামের যাত্রীবাহী বাসে তল্লাাসি চালিয়ে ১ হাজর ২শ’ ১০ পিস ইয়াবাসহ সাদেক প্রকাশ ল্যাডাইয়া (২২) কে গ্রেফতার করা হয়েছে।
সে দীর্ঘদিন যাবত টেকনাফ থেকে ইয়াবা নিয়ে শহরের বিভিন্ন মাদক কারবারীদের কাছে বিক্রি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তিনি আরও বলেন, গতকাল সোমবার গ্রেফতারকৃত আসামী কে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।




