লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বড়হাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী তাপস নন্দী (৩৬)।
রবিবার (২২ মে) সন্ধ্যায় বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে শীল পাড়ার পুলিন শীলের ঘরে বৈদ্যুতিক সংযোগ লাইনের কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানা গেছে। তাপস নন্দী স্থানীয় মৃত মনীন্দ্র নন্দীর পুত্র। বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সংবাদ পেয়ে লোহাগাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করে ময়নাতদন্তের জন্য।
বড়হাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অনীল সরকার জানান, তাপস নন্দী বিদ্যালয়ের চাকুরী ছাড়াও অধিক উর্পাজনের জন্য বিদ্যুৎ সংযোগ লাইনের কাজও করতেন। ঘটনার দিন বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।




