বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী দোছড়ি থেকে ১৩টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও বার্মিজ মদ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রবিবার (২২ মে) রাতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র একটি চৌকস টিম দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব আগ্নেঅস্ত্র ও বার্মিজ মদের বতল উদ্ধার করেন। দুষ্কৃতিকারীরা উদ্ধারকৃত অস্ত্রগুলি পাহাড়ী গুহায় লুকিয়ে রেখেছিল। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ১১বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. নাহিদ হোসেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহা জানান, বিজিবির অভিযানে অস্ত্র সমূহ থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
Post Views: 376




