ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে সানজিদা নাছরিন লিমা(২৭) নামের গলায় ফাঁস লাগানো এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ মে) উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম সুন্দরপুর থেকে এ মরদেহ উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ।
নিহত সানজিদা নাছরিন লিমা ওই এলাকার হোসেন সারাং বাড়ির প্রবাসী মুহাম্মদ হাবীবের স্ত্রী এবং ফরহাদাবদ ইউনিয়নের মন্দাকিনী এলাকার প্রবাসী শফিউল আলম বাবুলের কন্যা।
তাকে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের পিতা শফিউল আলম বাবুল। তিনি বলেন, আমার মেয়েকে যৌতুকের জন্য বিভিন্ন সময় নির্যাতন করত শ্বশুর বাড়ির লোকজন। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মাসুদ আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে শয়ন কক্ষ থেকে সানজিদা নাছরিন লিমা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে।




