নিজস্ব প্রতিবেদক: তৃণমুল নেতা কর্মীদের সংগঠিত ও উজ্জীবিত করার লক্ষ্যে প্রতিনিধি সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। আগামী শনিবার ১৪ মে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। সভায় তৃণমূলের নেতাকর্মীরা সংগঠনের নানামুখী বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে বক্তব্য তুলে ধরবেন।

প্রতিনিধি সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আ.লীগের যুগ্ম সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও দক্ষিণ জেলার সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এই ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, শনিবার সকাল ৯টা থেকে তৃণমূলের প্রতিনিধি সম্মেলন শুরু হবে। এতে প্রায় ৩ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন। সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি, পৌরসভা, ইউনিট, ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন।

তিনি আরো বলেন, নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকবেন। দলের তৃণমূল শক্তিকে উজ্জীবিত করা , দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা এবং দল পরিচালনায় করণীয় নির্ধারণে এই প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: তৃণমুল নেতা কর্মীদের সংগঠিত ও উজ্জীবিত করার লক্ষ্যে প্রতিনিধি সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। আগামী শনিবার ১৪ মে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। সভায় তৃণমূলের নেতাকর্মীরা সংগঠনের নানামুখী বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে বক্তব্য তুলে ধরবেন।

প্রতিনিধি সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আ.লীগের যুগ্ম সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও দক্ষিণ জেলার সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এই ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, শনিবার সকাল ৯টা থেকে তৃণমূলের প্রতিনিধি সম্মেলন শুরু হবে। এতে প্রায় ৩ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন। সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি, পৌরসভা, ইউনিট, ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন।

তিনি আরো বলেন, নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকবেন। দলের তৃণমূল শক্তিকে উজ্জীবিত করা , দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা এবং দল পরিচালনায় করণীয় নির্ধারণে এই প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়েছে।