নিজস্ব প্রতিবেদক: বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়েছেন।
মঙ্গলবার (১০ মে) সকালে চসিক মেয়র ১৫ দিনের সফরে মালয়েশিয়া যাওয়ার পর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেন গিয়াস উদ্দিন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।
ভারপ্রাপ্ত মেয়র দায়িত্ব গ্রহণ করে চসিক কর্মকর্তা কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, নগর উন্নয়ন ও নাগরিক সেবায় সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে এবং নাগরিক সেবা যাতে বিঘ্নিত না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে।
Post Views: 288




