বনানী (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর বিভিন্ন থানায় হাফ ডজন মামলার পলাতক আসামি সন্ত্রাসী চোক্ষা রফিক  মহাখালীতে এক আতঙ্কের নাম। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলা দায়ের করলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, এতে নিরাপত্তা হীনতায় ভূগছে ভুক্তভোগীরা। আইনের প্রতি আস্থাশীল হয়েও এখন পর্যন্ত কোন সু-বিচার পাচ্ছে না বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা, উল্টো সন্ত্রাসী রফিকসহ তার সহযোগীদের আতঙ্কে দিনযাপন করছে মহাখালীর প্রায় অর্ধ শতাধিক পরিবার।
নির্যাতিত ভুক্তভোগী ও স্থানীয় তথ্য সূএে জানা যায়, চোক্ষা রফিক ও তার সহযোগী রনি, মাঈনুদ্দিন মহাখালীতে তাদের চাঁদাবাজি নিশ্চিত করতে একটি ভয়ংকর সিন্ডিকেট তৈরী করছে। তাদেরকে চাঁদা না দিলেই চলে অমানবিক নির্যাতন।
স্থানীয়দের অভিযোগ, থানায় মামলা ও একাধিক অভিযোগ করেও সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাত থেকে মুক্তি মিলছে না।
অনুসন্ধানে জানা যায়, ২০১২ সালের মহাখালী আই পি এইচ মসজিদ পাড়ার বাসিন্দা জামান হত্যা মামলার আসামি চোক্ষা রফিক। ২০১৭ সালে আই পি এইচ মন্দির পাড়ার সবুজ চন্দ্র শীল নামের এক যুবকের দোকান দখল করে ফায়দা লুটছে সন্ত্রাসী চোক্ষা রফিক ও তার সহযোগীরা। দোকান দখলমুক্ত করতে প্রতিবাদ করায় ঐ যুবককে ডেকে নিয়ে রাতের অন্ধকারে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার চেষ্টা করে রফিক ও তার সহযোগীরা। এ বিষয়ে বনানী থানায় মামলা দায়ের করেন সবুজ চন্দ্র শীল। মামলা নাম্বার ৪২/৩৯৭/২০১৭ইং।
২০১২ সালে আই পি এইচ পাবলিক হেলথ্ সেন্টারের সরকারী কর্মচারী জাহানারা বেগমের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে চোক্ষা রফিকসহ তার সহযোগীরা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে জাহানারাকে প্রকাশ্যে দিবালোকে আই পি এইচ মন্দিরের সামনে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার চেষ্টা করে। পথচারীরা চেচামেচি শুনে এগিয়ে আসলে কৌশলে পালিয়ে যায় সন্ত্রাসী রফিক। উক্ত ঘটনায় বনানী থানায় মামলা নাম্বার ৩৪/২০১৭।
আই পি এইচ পাবলিক হেলথ সেন্টারের ডাইরেক্টরের ড্রাইভার ইউনুছকে প্রাণ নাশের ভয়ভীতি প্রদর্শন করে ৪০ হাজার টাকা চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে চোক্ষা রফিকের বিরুদ্ধে। যাহা বনানী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। চাঁদা না দেওয়ায় ২০১৭ সালের ৭ই জুন নজরুল নামের এক অসহায় ব্যক্তিকে নির্মমভাবে দেশীয় অস্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার চেষ্টা করে চোক্ষা রফিক।
সম্প্রতি মহাখালী এলাকার ইন্টারনেট ব্যবসায়ী শাওন নামের এক যুবককে এসএমএসের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ায় তার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে এসে সন্ত্রাসী চোক্ষা রফিক ও তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে প্রশাসনসহ রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্ষমতাধারী ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেন। শুধু তাই নয় আইপিএইচ মসজিদ কমিটির সেক্রেটারী সোহরাব হোসেনকে পিস্তল ঠেকিয়ে হত্যা করার হুমকি দেন সন্ত্রাসী চোক্ষা রফিক ও তার সহযোগীরা।
ভুক্তভোগী ও স্থানীয়দের দাবী চোক্ষা রফিক ও তার সহযোগী রনি, মাঈনুদ্দিনকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে স্থানীয় বাসিন্দারা।
বনানী (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর বিভিন্ন থানায় হাফ ডজন মামলার পলাতক আসামি সন্ত্রাসী চোক্ষা রফিক  মহাখালীতে এক আতঙ্কের নাম। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলা দায়ের করলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, এতে নিরাপত্তা হীনতায় ভূগছে ভুক্তভোগীরা। আইনের প্রতি আস্থাশীল হয়েও এখন পর্যন্ত কোন সু-বিচার পাচ্ছে না বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা, উল্টো সন্ত্রাসী রফিকসহ তার সহযোগীদের আতঙ্কে দিনযাপন করছে মহাখালীর প্রায় অর্ধ শতাধিক পরিবার।
নির্যাতিত ভুক্তভোগী ও স্থানীয় তথ্য সূএে জানা যায়, চোক্ষা রফিক ও তার সহযোগী রনি, মাঈনুদ্দিন মহাখালীতে তাদের চাঁদাবাজি নিশ্চিত করতে একটি ভয়ংকর সিন্ডিকেট তৈরী করছে। তাদেরকে চাঁদা না দিলেই চলে অমানবিক নির্যাতন।
স্থানীয়দের অভিযোগ, থানায় মামলা ও একাধিক অভিযোগ করেও সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাত থেকে মুক্তি মিলছে না।
অনুসন্ধানে জানা যায়, ২০১২ সালের মহাখালী আই পি এইচ মসজিদ পাড়ার বাসিন্দা জামান হত্যা মামলার আসামি চোক্ষা রফিক। ২০১৭ সালে আই পি এইচ মন্দির পাড়ার সবুজ চন্দ্র শীল নামের এক যুবকের দোকান দখল করে ফায়দা লুটছে সন্ত্রাসী চোক্ষা রফিক ও তার সহযোগীরা। দোকান দখলমুক্ত করতে প্রতিবাদ করায় ঐ যুবককে ডেকে নিয়ে রাতের অন্ধকারে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার চেষ্টা করে রফিক ও তার সহযোগীরা। এ বিষয়ে বনানী থানায় মামলা দায়ের করেন সবুজ চন্দ্র শীল। মামলা নাম্বার ৪২/৩৯৭/২০১৭ইং।
২০১২ সালে আই পি এইচ পাবলিক হেলথ্ সেন্টারের সরকারী কর্মচারী জাহানারা বেগমের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে চোক্ষা রফিকসহ তার সহযোগীরা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে জাহানারাকে প্রকাশ্যে দিবালোকে আই পি এইচ মন্দিরের সামনে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার চেষ্টা করে। পথচারীরা চেচামেচি শুনে এগিয়ে আসলে কৌশলে পালিয়ে যায় সন্ত্রাসী রফিক। উক্ত ঘটনায় বনানী থানায় মামলা নাম্বার ৩৪/২০১৭।
আই পি এইচ পাবলিক হেলথ সেন্টারের ডাইরেক্টরের ড্রাইভার ইউনুছকে প্রাণ নাশের ভয়ভীতি প্রদর্শন করে ৪০ হাজার টাকা চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে চোক্ষা রফিকের বিরুদ্ধে। যাহা বনানী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। চাঁদা না দেওয়ায় ২০১৭ সালের ৭ই জুন নজরুল নামের এক অসহায় ব্যক্তিকে নির্মমভাবে দেশীয় অস্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার চেষ্টা করে চোক্ষা রফিক।
সম্প্রতি মহাখালী এলাকার ইন্টারনেট ব্যবসায়ী শাওন নামের এক যুবককে এসএমএসের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ায় তার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে এসে সন্ত্রাসী চোক্ষা রফিক ও তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে প্রশাসনসহ রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্ষমতাধারী ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেন। শুধু তাই নয় আইপিএইচ মসজিদ কমিটির সেক্রেটারী সোহরাব হোসেনকে পিস্তল ঠেকিয়ে হত্যা করার হুমকি দেন সন্ত্রাসী চোক্ষা রফিক ও তার সহযোগীরা।
ভুক্তভোগী ও স্থানীয়দের দাবী চোক্ষা রফিক ও তার সহযোগী রনি, মাঈনুদ্দিনকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে স্থানীয় বাসিন্দারা।