আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাবের দিকে এখন সবার দৃষ্টি নিবদ্ধ রয়েছে। আজ শনিবার (৯ এপ্রিল) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়। অনাস্থা ভোটের নিয়ম অনুযায়ী এর সমর্থনে কমপক্ষে ১৭২টি ভোট পড়লেই মেয়াদ শেষের আগে ইমরান খানকে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতাচ্যুত করা যাবে।

জিও নিউজকে উদ্ধৃত করে ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী আগামী সপ্তাহে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট হতে পারে।

অধিবেশন শুরু হলে পাকিস্তানের বিরোধী দলের নেতা শাহবাজ শরিফ ইমরানকে উদ্দেশ্য করে তিনি ‘স্বৈরাচারের পালিত প্রধানমন্ত্রী’ হিসেবে দেশ শাসন করেছেন বলে মন্তব্য করেন। স্পিকারের কাছে আর্জি পেশ করে তিনি বলেন, সংবিধান ও আইনের পক্ষে থেকে অধিবেশন চালাতে হবে।

এসময় জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার বলেন, ‘বৈশ্বিক ষড়যন্ত্র’ নিয়েও আলোচনা করা উচিৎ। যা প্রধানমন্ত্রী ইমরান খান কয়েকদিন ধরে দাবি করে আসছেন।

বিষয়টি নিয়ে সাংসদ ও স্পিকারের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে স্পিকার আসাদ কায়সার দুপুর পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন। সুত্র: হিন্দুস্তান টাইমস।

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাবের দিকে এখন সবার দৃষ্টি নিবদ্ধ রয়েছে। আজ শনিবার (৯ এপ্রিল) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়। অনাস্থা ভোটের নিয়ম অনুযায়ী এর সমর্থনে কমপক্ষে ১৭২টি ভোট পড়লেই মেয়াদ শেষের আগে ইমরান খানকে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতাচ্যুত করা যাবে।

জিও নিউজকে উদ্ধৃত করে ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী আগামী সপ্তাহে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট হতে পারে।

অধিবেশন শুরু হলে পাকিস্তানের বিরোধী দলের নেতা শাহবাজ শরিফ ইমরানকে উদ্দেশ্য করে তিনি ‘স্বৈরাচারের পালিত প্রধানমন্ত্রী’ হিসেবে দেশ শাসন করেছেন বলে মন্তব্য করেন। স্পিকারের কাছে আর্জি পেশ করে তিনি বলেন, সংবিধান ও আইনের পক্ষে থেকে অধিবেশন চালাতে হবে।

এসময় জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার বলেন, ‘বৈশ্বিক ষড়যন্ত্র’ নিয়েও আলোচনা করা উচিৎ। যা প্রধানমন্ত্রী ইমরান খান কয়েকদিন ধরে দাবি করে আসছেন।

বিষয়টি নিয়ে সাংসদ ও স্পিকারের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে স্পিকার আসাদ কায়সার দুপুর পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন। সুত্র: হিন্দুস্তান টাইমস।