বান্দরবান প্রতিনিধি: রণাঙ্গনের বীর রজব আলী। তিঁনি আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন)।১৯৭১ সালে সাত কোটি বাঙ্গালীর মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বীরত্বের ৯ মাস পার করেন রজব আলীরা।স্বাধীন দেশের দিন মজুর একজন বীর রজব আলীদেরকে ক’জনই বা এভাবে আলিঙ্গণ করতে পারে। আজ শনিবার (০২ এপ্রিল) বিকেল ৩:১৫ ঘটিকায় শ্বাস ও বার্ধক্যজনিত রোগে তিনি চকরিয়া সরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মমতার এমন পরশ দিতে পেরেছেন, আর পারেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, উনসত্তরের ছাত্রলীগ নেতা, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাবেক সফল কর্মি বান্ধব, গরিবের নেতা, সাবেক জেলা পরিষদের সফল সদস্য, পিসিএনপি কেন্দ্রীয় চেয়ারম্যান সন্তু বাহিনীর আতংক কাজী মুজিবুর রহমান।রজব আলী জীবদ্দশায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে একটি পাকা বাড়ির মালিক হয়েছেন। লামা পশ্চিম লাইনঝিরি গ্রামে এই বীরের বর্তমান বাস। ১৯৮০ সালে বৃহত্তর সিলেটে ভূমিহীন হয়ে তিঁনি স্বপরিবারে বান্দরবানের লামায় পুনর্বাসিত হন।
এই বীরের মৃত্যু সংবাদে বিকেল থেকে লাশ দেখতে ছুটে আসেন, লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, বান্দরবান জেলা পরিষদের সদস্য, লামা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, পিসিএনপি কেন্দ্রীয় নেতা রিপোর্টার মো:কামরুজ্জামান, লামা থানা ভার প্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী প্রমূখ।
এই বীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপি, পিসিএনপি কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, লামা উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পার্বত্য মন্ত্রীর আস্থাভাজন প্রদীপ কান্তি দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। কাল রবিবার(০৩ এপ্রিল) সকাল ১০ টায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রজব আলীকে সমাহিত করা হবে লামা লাইনঝিরি কেন্দ্রীয় কবরস্থানে।
Post Views: 272




