প্রেস বিজ্ঞপ্তি: দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে দিশেহারা জনগণ যখন টিসিবি এবং ওএমএস এর ট্রাকের পিছনে ছুটথেছ তখন সরকারদলীয় লোকজন মুজিববর্ষ পালনের নামে বিদেশ থেকে শিল্পী এনে কনসার্টের নামে লুটপাটে ব্যস্ত। জনগণকে ভুখা রেখে সরকারদলীয় লোকজন ভোগ বিলাসে মত্ত। আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র এক জরুরী সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এসব কথা বলেন।
তিনি বলেন, রমজানের পূর্বেই অসাধু সিন্ডিকেট নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে জনভোগান্তি সৃষ্টি করেছে। মানুষ যখন রমজানে সিয়াম সাধনার প্রস্তুতি নিচ্ছে সরকার তখন দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণকে দূর্ভোগের মধ্যে ফেলে দিয়েছে। আবদুস সালাম দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দলের ঘোষিত চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী ০২ মার্চ ২০২২, শনিবার গণঅনশন কর্মসূচি সফল করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়কবৃন্দ, সদস্যবৃন্দ, থানা সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
Post Views: 785



