লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারমুখী একটি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পাহাড়ী জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে ৩১ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায়। এ দুর্ঘটনায় নিহতের নাম মাওলানা নূর মোহাম্মদ (৩৫)। তিনি পার্বত্য বান্দরবানের আলী কদম উপজেলার বাগান পাড়ার বাসিন্দা ও স্থানীয় মসজিদের সাবেক ঈমাম বলে জানা গেছে।
জানা যায়, তিনি মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার সড়কপথে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতমুখী ট্রাকের চাপায় পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান। দুর্ঘটনার পর চালক দ্রুতগতিতে গাড়ি নিয়ে পালানোর পথে পার্বত্য লামা উপজেলার আজিজনগরে ট্রাকটি উল্টে যায়। সংবাদ পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও ট্রাক উদ্ধার করে।
Post Views: 286



