বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় ইলিয়াছ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছে।
বুধবার (৩০) রাত ৮টার দিকে শহরের স্বর্ণ মন্দির এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছে মোটর সাইকেলে থাকা দুই আরোহী।
আহতরা হলেন বালাঘাটা লাল মিয়ার চর এলাকার বাসিন্দা আব্দুল ছাত্তারের ছেলে আব্দুস সামাদ (১৭) এবং পশ্চিম বালাঘাটার জালাল আহমদের ছেলে শাকিল খান (১৮)। নিহত ইলিয়াছ চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বাসিন্দা বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বর্ণ মন্দির এলাকা থেকে বেপরোয়া গতিতে একটি মোটর সাইকেল বান্দরবানের দিকে আসছিল। এসময় পথচারী ইলিয়াছ স্বজোরে ধাক্কা দিলে মোটর সাইকেলের ২ আরোহীসহ ছিটকে মাটিতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পথচারী ইলিয়াছকে মৃত ঘোষনা করে। এঘটনায় ২ মোটর সাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার এসআই মিঠুন সিংহ বলেন, মোটর সাইকেল দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



