মিরসরাই প্রতিনিধি: মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার নব গঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ মার্চ) বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) চট্টগ্রামের কার্যালয়ে অধ্যক্ষ মো. একরামুল হক এর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মাসুদ কামাল এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদ্রাসার গভর্নিং বডির সহ সভাপতি হিসেবে আলহাজ্ব শেখ আতাউর রহমানের নাম প্রস্তাব করা হলে গভর্নিং বডির সদস্য, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন এর সমর্থনের প্রেক্ষিতে সর্ব সম্মতিক্রমে মনোনীত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, শেখ আতাউর রহমান, মেয়র মো. গিয়াস উদ্দিন। অভিভাবক সদস্য হাফেজ দেলোয়ার হোসেন, হাফেজ মা. শাহাদাত হোসেন, মোঃ রেজাউল করিম সোহেল, শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা সালাউদ্দিন লতিফী, মো. ইকবাল হোসেন, মো. রেদোয়ান, চিকিৎসক সদস্য ডা. মাঈনুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মো. একরামুল হক।
সভাপতি মাদ্রাসার লেখাপড়ার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে কমিটির সদস্যদের আন্তরিক হওয়ার অনুরোধ জানান এবং সাবেক সহ-সভাপতি মরহুম আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।



