ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বৃহত্তর ফটিকছড়ি উপজেলার মেধাবী শিক্ষার্থীদের সংগঠন ফটিকছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক ” পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং করোনা-পরবর্তী ক্যারিয়ার ভাবনা-শীর্ষক আলোচনা সভা” চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে মঙ্গলবার (২৯ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষকতারত ফটিকছড়ির কৃতি সন্তানগণ।
সংগঠনের সভাপতি দাউদুল করিম সিকদারের সভাপতিত্বে ও মো. আরিফ উল্লাহ আরিফ এবং আনিকা ইবনাত চৌধুরীর যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন, প্রধান বক্তা প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া এবং প্রধান আলোচক দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হকসহ আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঈন উদ্দীন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল বাশার, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিরিন আকতার, ফার্মেসী বিভাগের প্রভাষক মো. গিয়াস উদ্দীন এবং প্রভাষক জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এন এম রহমত উল্লাহ, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মিজান উদ্দিন ইরফান, সাবেক সহ-সভাপতি কুতুব উদ্দিন, ভূজপুর স্টুডেন্টস্ ফোরামের বর্তমান সভাপতি ইয়াছিন আরাফাত তুষার এবং ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের বর্তমান সদস্যবৃন্দ।
সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল আলমের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয় এবং বিজ্ঞ অতিথি ও আলোচকবৃন্দ করোনা-পরবর্তী ক্যারিয়ার ভাবনা বিষয়ে তাদের বক্তব্যে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এমন একটি আয়োজনের ভূয়সী প্রশংশা করেন এবং শিক্ষার্থীদের নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্ব এবং করণীয় বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও মূল্যবান পরামর্শ দেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে ‘প্রবন্ধ’,‘বই পর্যালোচনা’ এবং ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী ৯ জন প্রতিযোগী অতিথিবৃন্দের হাত থেকে ক্রেস্ট এবং উপহার সামগ্রী গ্রহণ করেন।
উল্লেখ্য,মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় “মুক্তির পন্থা, বুদ্ধিবৃত্তিক চর্চা” প্রতিপাদ্যে ২৬ দিন ব্যাপী “প্রবন্ধ”,”বই পর্যালোচনা” এবং “ফটোগ্রাফি” তিনটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করে এবং প্রতি বিভাগ থেকে ৩ জনকে বিজয়ী ঘোষণা করে।
সবশেষে,অনুষ্ঠানের সভাপতি দাউদুল করিম সিকদার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।



