প্রেস বিজ্ঞপ্তি: সামাজিক সাংস্কৃতিক সংগঠন বর্ণমালার হাট-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় খেলাঘর আসর এর জাতীয় কমিটির সহ-সভাপতি ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের প্রচারিত সংবাদপত্রে চট্টগ্রাম-এর উপস্থাপক এম নসরুল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দর ও রুচিশীল সমাজ বিনির্মাণে সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মাদক ও অপসংস্কৃতি রোধে জনসচেতনতা সৃষ্টি ও দেশীয় সংস্কৃতিমুখী প্রজন্ম গড়ে তুলতে বর্ণমালার হাট নিরলসভাবে কাজ করে চলেছে।
বিশেষ অতিথি ছিলেন এড. যীশ রায় চৌধুরী।
সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কর আইনজীবী সমিতির নির্বাচিত সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সভাপতি মো. মাহফুজুল হক মণি এবং অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা মো. হেফাজত ইসলাম চৌধুরী।
সংগঠনের সভাপতি কর আইনজীবী সঞ্জয় আচার্য্যরে সভাপতিত্বে এড. আর কে আচার্য্য রুপেন ও কর আইনজীবী বিজয় ভট্টাচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কর আইনজীবী রিংকু দত্ত, নুরুল ইসলাম, কর আইনজীবী বর্ণমালার হাটের সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন, পার্থ বড়ুয়া, হারাধন চক্রবর্তী, বিপ্লব চন্দ্র ভৌমিক, ফৌজিয়া খানম, বসন্ত সুমন দাশ।
সভায় কর আইনজীবী নির্বাচন ২০২২ এ সর্বোচ্চ ভোটে জয়লাভ করায় সংগঠনের সহ সভাপতি জাবেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক কুতৃব উদ্দিন ও শাহেদ চৌধুরীকে অভিনন্দন জানিয়ে ক্রেস্ট প্রদান করা হয়।
দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী মনি আচার্য্য ও নন্দিতা বড়ুয়া, অন্তরর উপমা দত্ত, অস্মিতা আচার্য্য, তৃষা আচার্য্য, কাজী সাদব বিন আজিম, চন্দ্রিমা রায় চৌধুরী, প্রজ্ঞা রায় চৌধুরী, স্নেহা দাশ অস্মিন, নৃত্য পরিবেশন করেন আকসিতা কর হৃদি এবং আবৃত্তি পরিবেশন করেন বিরেশ্বর আচার্য্য, ইশতিয়াক আরিয়ান, নাফিসা ইসলাম প্রমুখ।



