চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলায় বিভিন্ন এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিরাতে গরু চুরি থেকে শুরু করে পাউয়ার পাম্পের মোটর, টিউবওয়েলের মাথা, দোকানপাট বাড়িঘর চুরি হচ্ছে।
প্রতিরাতে চুরি হচ্ছে । রোববার চন্দনাইশ থানা পুলিশ চন্দনাইশ পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ পূর্ব জোয়ারা গ্রামে অভিযান চালিয়ে মহিউদ্দিন নামের এক চোরকে আটক করেছে। এসময় চোরের বাড়ি থেকে চোরাইকৃত ৩টি টিউবওয়েল এর মাথা উদ্ধার করেছে পুলিশ।
একইদিন রাতে চন্দনাইশ থানার নিকটবর্তী উপজেলা সদরস্থ শ্রদ্ধানন্দ বিহারের দানবাক্স ভেঙ্গে প্রায় ৮০ হাজার টাকা চুরি করে চোরেরদল নিয়ে যায় বলে উক্ত বিহারের অধ্যক্ষ চন্দনাইশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ইতিপূর্বে দোহাজারী পৌরসভার পূর্ব দোহাজারী থেকে ফয়েজুর রহমানের ক্ষেতের জমি থেকে একটি পানি সেচের মোটর ও বারুদখানা আবদুল আলিমের পানির সেচ থেকে একটি পাম্প মেশিন চুরি হয়ে যায় বলে জানা গেছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ইদানীং বিভিন্ন এলাকায় চুরির খবর পাওয়া যাচ্ছে। তবে চুরির ঘটনারোধ কল্পে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



