প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ শনিবার (২৬ মার্চ) সকালে এম এ আজিজ স্টেডিয়ামে জমকালো অনুষ্টান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক-পিপিএম সেবা।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার) পিপিএম (বার) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন, বর্ণাঢ্য কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ এবং শরীরচর্চা প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সম্মানিত অতিথিবৃন্দ।
Post Views: 1,319



