দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে সাহস, আপসহীনতা ও নেতৃত্বের প্রতীক ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন; তিনি এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক।
শুক্রবার (১৬ জানুয়ারি) নগরের রৌফাবাদ এলাকায় মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ উল্লাহ বলেন, স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের সবচেয়ে কঠিন সময়গুলোতে খালেদা জিয়া দৃঢ় নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়েছেন। বহু প্রতিকূলতা, নির্যাতন ও ষড়যন্ত্রের মুখেও তিনি কখনো মাথা নত করেননি। গণতন্ত্রের প্রশ্নে তার অবস্থান ছিল সবসময় স্পষ্ট ও আপসহীন। ক্ষমতার লোভ নয়, বরং জনগণের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষাই ছিল তার রাজনীতির মূল দর্শন।
তিনি আরও বলেন, একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে খালেদা জিয়া দেশের উন্নয়ন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন সংগ্রামী নেত্রী হিসেবে তিনি অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবিচল থেকেছেন। এমনকি কারাবন্দি থেকেও তিনি দেশের মানুষের কথা ভোলেননি। খালেদা জিয়া কোটি কোটি মানুষের আশার প্রতীক। তার আদর্শ ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি, তার প্রেরণায় বাংলাদেশ আবারও গণতন্ত্রের সঠিক পথে ফিরে আসবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেন, এবারের লড়াই গুপ্ত রাজনৈতিক শক্তির বিরুদ্ধে, যারা ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রি করছে।
তিনি বলেন, ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমান মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে বিজয়ী করতে যুবদল দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে যুবদলের নেতা-কর্মীদের তারেক রহমান প্রদত্ত ৩১ দফা ভোটারদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, এ দেশের জনগণের চাওয়া একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যেখানে মানুষ নির্ভয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
তিনি বলেন, গত ১৭ বছর ধরে হারানো ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল রাজপথে রয়েছে। চান্দগাঁওয়ের কৃতি সন্তান এরশাদ উল্লাহ এই আসনের ধানের শীষের প্রার্থী উল্লেখ করে তাকে বিজয়ী করতে দলমত নির্বিশেষে ভোটারদের ঘরে ঘরে তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিলে পশ্চিম শহীদ নগর গাউছিয়া তৈয়বিয়া জামে মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান আল কাদেরী মোনাজাত পরিচালনা করেন।




