নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জনবল নিয়োগ পরীক্ষা নিয়ে একটি কুচক্রী মহল নিয়োগ বানচাল করার হীন উদ্দেশ্যে গণমাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচার সফল করার জন্য গত বুধবার(১৪ জানুয়ারী)চউক সচিব রবীন্দ্র চাকমার মোবাইল নাম্বার ও “ইমু” হ্যাক করে প্রাথীদের নিকট টাকা দাবী করেছে। জনৈক রায়হানকে তাসের তুরুক হিসাবে ব্যবহার করে বেশ কয়েকজনের নিকট থেকে মোটাংকের টাকা ও হাতিয়ে নেয়।

জানা গেছে,ওই দিন দুপুরে ফিরিঙ্গী বাজারের জনৈক চাকুরী প্রার্থী সিডিএ’র গাড়ী চালক মহিউদ্দীনের প্রতিবেশীর নিকট থেকে চাকুরীর প্রতিশ্রুতি দিয়ে ২লাখ টাকার মধ্যে ১লাখ টাকা আদায় করে।এ সংবাদ মহিউদ্দীনের কানে পৌঁছলে ওইদিন সন্ধ্যায় আটককৃত রায়হানকে সিডিএ’র মেহেদীবাগ আবাসিক কলোনীতে বাকী ১লাখ টাকা নেয়ার জন্য বললে সে টাকার জন্য মেহেদীবাগে যায়। যাওয়া মাত্র মহিউদ্দীন সচিব রবীন্দ্র চাকমাকে অবহিত করলে তিনি রায়হানকে আটকানোর জন্য নির্দ্দেশ দেয়। তাৎক্ষনিক কলোনীর বাসিন্দরা তাকে ধরে সচিবের কাছে নিয়ে যায়। এখবর শুনে সচিবের পিয়ন নূর মোহাম্মদ বাদশাকে দেখে আটককৃত রায়হান তাকে বাঁচানোর জন্য অনুরোধ করেন। ইতোমধ্যে কলোনীবাসি তার অর্থাৎ রায়হান অবস্থা বেগতিক দেখে রাফির ০১৬৩২-৩৫০৪৩৪ নাম্বার ফোন করলে তাকে রাফি ধমক দিয়ে ফোন নাম্বার ও প্রার্থী তালিকা তড়িৎ ডিলিট করার জন্য বলেন।

জানা যায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জুনিয়র হিসাব রক্ষক, সাঁট লিপিকার কাম-কম্পিউটার অপারেটর, মার্কেট সুপারিনটেনডেন্ট, সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, ড্রাফটসম্যান, ড্রাইভার, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, মেইনটেন্যান্স ইন্সপেক্টর, সহকারী ক্যাশিয়ার, ইমারত পরিদর্শক ও সার্ভেয়ার পদের লিখিত পরীক্ষা ১৭ জানুয়ারী সকাল ১০ টা হতে সাড়ে ১১টা পর্যন্ত গভ. মুসলিম হাই স্কুল, কলেজিয়েট স্কুল ও নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিডিএ কর্তৃপক্ষ।

জানা গেছে, কলোনীবাসি কর্তৃক আটককৃত রায়হানকে মারধর করার চেষ্ঠা করলে সচিব রবীন্দ্র চাকমা তাৎক্ষনিক তাকে নিয়ে সিডিএ’র সেকসন অফিসারসহ অন্যান্যদের নিয়ে কতোয়ালী থানায় বিনা মামলায় তাকে বুঝিয়ে দেয়।পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) থানায় সাধারণ ডাইরি ও রায়হানের পরিবার ও তার থেকে মুচলেখা নিয়ে অব্যহতি দিয়ে দেয়।

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জনবল নিয়োগ পরীক্ষা নিয়ে একটি কুচক্রী মহল নিয়োগ বানচাল করার হীন উদ্দেশ্যে গণমাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচার সফল করার জন্য গত বুধবার(১৪ জানুয়ারী)চউক সচিব রবীন্দ্র চাকমার মোবাইল নাম্বার ও “ইমু” হ্যাক করে প্রাথীদের নিকট টাকা দাবী করেছে। জনৈক রায়হানকে তাসের তুরুক হিসাবে ব্যবহার করে বেশ কয়েকজনের নিকট থেকে মোটাংকের টাকা ও হাতিয়ে নেয়।

জানা গেছে,ওই দিন দুপুরে ফিরিঙ্গী বাজারের জনৈক চাকুরী প্রার্থী সিডিএ’র গাড়ী চালক মহিউদ্দীনের প্রতিবেশীর নিকট থেকে চাকুরীর প্রতিশ্রুতি দিয়ে ২লাখ টাকার মধ্যে ১লাখ টাকা আদায় করে।এ সংবাদ মহিউদ্দীনের কানে পৌঁছলে ওইদিন সন্ধ্যায় আটককৃত রায়হানকে সিডিএ’র মেহেদীবাগ আবাসিক কলোনীতে বাকী ১লাখ টাকা নেয়ার জন্য বললে সে টাকার জন্য মেহেদীবাগে যায়। যাওয়া মাত্র মহিউদ্দীন সচিব রবীন্দ্র চাকমাকে অবহিত করলে তিনি রায়হানকে আটকানোর জন্য নির্দ্দেশ দেয়। তাৎক্ষনিক কলোনীর বাসিন্দরা তাকে ধরে সচিবের কাছে নিয়ে যায়। এখবর শুনে সচিবের পিয়ন নূর মোহাম্মদ বাদশাকে দেখে আটককৃত রায়হান তাকে বাঁচানোর জন্য অনুরোধ করেন। ইতোমধ্যে কলোনীবাসি তার অর্থাৎ রায়হান অবস্থা বেগতিক দেখে রাফির ০১৬৩২-৩৫০৪৩৪ নাম্বার ফোন করলে তাকে রাফি ধমক দিয়ে ফোন নাম্বার ও প্রার্থী তালিকা তড়িৎ ডিলিট করার জন্য বলেন।

জানা যায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জুনিয়র হিসাব রক্ষক, সাঁট লিপিকার কাম-কম্পিউটার অপারেটর, মার্কেট সুপারিনটেনডেন্ট, সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, ড্রাফটসম্যান, ড্রাইভার, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, মেইনটেন্যান্স ইন্সপেক্টর, সহকারী ক্যাশিয়ার, ইমারত পরিদর্শক ও সার্ভেয়ার পদের লিখিত পরীক্ষা ১৭ জানুয়ারী সকাল ১০ টা হতে সাড়ে ১১টা পর্যন্ত গভ. মুসলিম হাই স্কুল, কলেজিয়েট স্কুল ও নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিডিএ কর্তৃপক্ষ।

জানা গেছে, কলোনীবাসি কর্তৃক আটককৃত রায়হানকে মারধর করার চেষ্ঠা করলে সচিব রবীন্দ্র চাকমা তাৎক্ষনিক তাকে নিয়ে সিডিএ’র সেকসন অফিসারসহ অন্যান্যদের নিয়ে কতোয়ালী থানায় বিনা মামলায় তাকে বুঝিয়ে দেয়।পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) থানায় সাধারণ ডাইরি ও রায়হানের পরিবার ও তার থেকে মুচলেখা নিয়ে অব্যহতি দিয়ে দেয়।