দি ক্রাইম ডেস্ক: কক্সবাজারের রামুতে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ ডাকাতচক্রের এক নারী সহযোগীকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইঙ্গাকাটা এলাকার সামিরাঘোনা গ্রামে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
আটক নারীর নাম জেসমিন সুলতানা রিয়া (২৪)। তিনি ওই এলাকার নুর আহম্মদের মেয়ে।
ওসি মনিরুল ইসলাম জানান, একটি বসতঘরে অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন বসতঘরটি ঘিরে ফেললে ৩ থেকে ৪ জন কৌশলে পালিয়ে যায়।
এসময় ঘর থেকে এক নারীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক, বিভিন্ন ধরনের ৫৫টি গুলি, ৪টি খালি কার্তুজের খোসা, ১টি বন্দুকের বাট, ১টি খেলনার পিস্তল, ২টি লম্বা দা ও ১টি কাটার উদ্ধার করা হয়।
ওসি মনিরুল আরো জানান, আটক নারী রামুর পাহাড়ি এলাকাভিত্তিক সক্রিয় একটি ডাকাতদলের সহযোগী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, উদ্ধার করা অস্ত্রগুলো চিহ্নিত ডাকাত নুরুল আবছার ওরফে ল্যাং আবছার এবং আব্দুর রহিম তার হেফাজতে মজুদ রেখেছিল।
পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।




