দি ক্রাইম ডেস্ক: বান্দরবান ও হাটহাজারীতে কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি ও অবৈধ পার্কিংয়ের দায়ে ব্যবসায়ী ও স্থানীয় ১০ জনকে জরিমানা করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার বান্দরবানে গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, আর হাটহাজারীতে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রি, রাস্তা ও ফুটপাত দখলের দায়ে ৯ জনকে মোট ২৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বান্দরবান প্রতিনিধি জানান, জেলা শহরের বনরূপা এলাকায় গোপনে গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে প্রশাসন। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো. আরমান ভূইয়া এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে অহি এন্টারপ্রাইজ ও নুর জাহান এন্টারপ্রাইজের মালিক মাহাবুবের গুদাম থেকে ১৬টি এলপি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করার দায়ে মাহাবুবকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা সিলিন্ডারগুলো সরকারি মূল্যে তাৎক্ষণিকভাবে এলাকার বাসিন্দাদের মধ্যে বিক্রি করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বান্দরবানে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাসের দাম বৃদ্ধি করে আসছিল। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে কেউ জড়িত হলে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা বাজারে গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণে আরও কঠোর নজরদারি দাবি করেছেন।
হাটহাজারী প্রতিনিধি জানান, উপজেলার চৌধুরীহাট ও হাটহাজারী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। গতকাল পরিচালিত এ অভিযানে ৯টি মামলায় ৯ জনকে মোট ২৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মামলা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে সড়ক পরিবহন আইন ২০১৮, দণ্ডবিধি ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯–এর সংশ্লিষ্ট ধারায়।
অভিযুক্তরা হলেন, মো. হাসান (১৮), মো. মোরশেদ (৩৭), জমির উদ্দিন (২৪), অশোক নাথ (৩৫), মো. আবুল হাশেম (৭০), মো. সাইমন (২৬), সাইফুল আবেদীন (৪৯), মো. তসলিম (৩৫) ও মো. নুরুন নবী (৩৫)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, অভিযুক্তরা ধায্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়, রাস্তার ওপর অবৈধভাবে পার্কিং এবং ফুটপাত দখল করে যানজট সৃষ্টি ও গণ উপদ্রপ করার অভিযোগে দণ্ডিত হয়েছেন।




