দি ক্রাইম ডেস্ক: রাঙ্গুনিয়ায় একদিন আগে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭) নামে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল পারুয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড, হাজারীহাটের পূর্ব পাশে হাজারী বিলের বাঙ্গি ক্ষেত থেকে তার নিথর দেহ পাওয়া যায়।

নিহত শাহেদ ইসলাম পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং পূর্ব সাহাব্দী নগর মহৎ পাড়া গ্রামের দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারে কাজ করছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শাহেদ ইসলাম বাড়ি থেকে বের হন। এরপর তাকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পর রাতেই রাঙ্গুনিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মঙ্গলবার সকালে স্থানীয়রা বাঙ্গি ক্ষেতে শাহেদের গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধারে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে স্থানীয়রা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে ধারণা করছেন। হত্যার কারণ এবং হত্যাকারীদের পরিচয় এখনও জানা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দি ক্রাইম ডেস্ক: রাঙ্গুনিয়ায় একদিন আগে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭) নামে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল পারুয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড, হাজারীহাটের পূর্ব পাশে হাজারী বিলের বাঙ্গি ক্ষেত থেকে তার নিথর দেহ পাওয়া যায়।

নিহত শাহেদ ইসলাম পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং পূর্ব সাহাব্দী নগর মহৎ পাড়া গ্রামের দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারে কাজ করছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শাহেদ ইসলাম বাড়ি থেকে বের হন। এরপর তাকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পর রাতেই রাঙ্গুনিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মঙ্গলবার সকালে স্থানীয়রা বাঙ্গি ক্ষেতে শাহেদের গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধারে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে স্থানীয়রা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে ধারণা করছেন। হত্যার কারণ এবং হত্যাকারীদের পরিচয় এখনও জানা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।