নুরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি: লোহাগাড়ায় অভিযান চালিয়ে তিন ইটভাটার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলায় এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

অভিযানে ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা আইন ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের এর কতিপয় ধারা লঙ্ঘন করার দায়ে উপজেলার মেসার্স বি.কে.বি ব্রিকস ম্যানুফ্যাকচারারের মালিককে ১ লাখ টাকা, মেসার্স শাহ আবদুল মান্নান ব্রিকস ম্যানুফ্যাকচারারের মালিককে ১ লাখ টাকা এবং মেসার্স শাহপীর ব্রিকস ওয়ার্কসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সলসহ স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নুরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি: লোহাগাড়ায় অভিযান চালিয়ে তিন ইটভাটার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলায় এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

অভিযানে ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা আইন ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের এর কতিপয় ধারা লঙ্ঘন করার দায়ে উপজেলার মেসার্স বি.কে.বি ব্রিকস ম্যানুফ্যাকচারারের মালিককে ১ লাখ টাকা, মেসার্স শাহ আবদুল মান্নান ব্রিকস ম্যানুফ্যাকচারারের মালিককে ১ লাখ টাকা এবং মেসার্স শাহপীর ব্রিকস ওয়ার্কসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সলসহ স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।