প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ)র চেয়ারম্যানের সাথে চউক জাতীয়তাবাদী দল (সিবিএ)র মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক সিডিএ কনফারেন্স রুমে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) সিবিএ’র সভাপতি ফয়েজ আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন চউক চেয়ারম্যান প্রকৌশলী মো: নুরুল করিম।
বিশেষ অতিথি চউকের সদস্য প্রকৌশলী মো: জামিলুর রহমান, চউক সচিব রবীন্দ্র চাকমা, চউক বোর্ড সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মো: নজরুল ইসলাম।
বৈঠকে প্রকৌশলী মো: নুরুল করিম বলেন, সিডিএ কর্তৃপক্ষ ও সিডিএ সিবিএ এই প্রতিষ্ঠানের দু’টি খুবই গুরুত্বপূর্ন অংশ, উভয় পক্ষের পারস্পরিক সহযোগিতায় সিডিএর যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব, তিনি সিবিএর সকল দাবী দাওয়া বিশেষকরে বিধি মোতাবেক প্রদোন্নতি যোগ্য সকলকে পদোন্নতি প্রদান, নতুন জনবল নিয়োগ, নতুন আবাসন প্রকল্প বাস্তবায়ন, ৩ বছরের অধিক একস্থানে দায়িত্বরত সকলকে আভ্যন্তরীন বদলীকরণ, চউকের বেদখলকৃত জায়গাগুলি আইনী প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার করে কর্মচারীদের মধ্যে বরাদ্দ প্রদান করা, সিলেকশান গ্রেড, টাইম স্কেল প্রদান, বার্ষিক পোষাক ও অন্যান্য প্রাপ্য সুবিধাগুলি দ্রুত বাস্তবায়নের জন্য আশ্বাস প্রদান করেন এবং উক্ত সিদ্ধান্তসমুহ বাস্তবায়ন করতে সিডিএ সিবিএ নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সিডিএ সিবিএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সহ- সভাপতি নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী, যুগ্ন সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: হেমায়েত ইসলাম সবুজ, অর্থ সম্পাদক মো: শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক এম, এ, জা, ইকবাল, কার্যকরী সদস্য মো: জাকির হোসেন, মো: আব্দুল মান্নান, সৈয়দ মো: জামাল উদ্দিন, মো: আবুল বশর।




