নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাল ৫ বন্ধু। ২১ মার্চ সোমবার ভোর পাঁচটায় লোহাগাড়া এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঝরল এ ৫ বন্ধুর প্রাণ। নিহত ৫ বন্ধু চট্টগ্রাম শহরে চলতেন একসাথে। না ফেরার দেশেও চলে গেলেন একসাথে।
নিহতরা হলেন, লোহাগাড়া উপজেলার আমিরাবাদের বাসিন্দা চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ বর্ষের ছাত্র হারুনুর রশিদ হিরণ, চট্টগ্রাম মহসিন কলেজের বিবিএ শেষবর্ষের ছাত্র সাইফুল ইসলাম, রিজবী শাকিব, ব্যবসায়ী খোরশেদ আলী সাদ্দাম ও মনছুর আলী । এ দুর্ঘটনায় নিহতদের স্ব-স্ব এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
উল্লেখ্য, ২১ মার্চ সোমবার ভোর ৫টায় লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। দুর্ঘটনায় নিহতের বাড়ী হলো, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ঝাকুয়াবি পাড়ার মৃৃত নাছির উদ্দিন বাবুর ছেলে হারুনর রশিদ হীরণ (২৬), হালিশহরের সাইফুল ইসলাম (২৫), সাতকানিয়া পৌরসভার ছমদার পাড়ার নওশের আলীর ছেলে খোরশেদ আলী সাদ্দাম (৩০), চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্দরকিল্লা এলাকার মো. ফারুক জাহানের ছেলে রিজবী শাকিব (২৬) ও অলংকার মোড় শহীদ নগর এলাকার ছালামত আলীর ছেলে মনছুর আলী (২১)।