বনানী (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর মহাখালীতে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘটিত গুলিবর্ষণের ঘটনার ১০ দিন হতে চললেও এখনও সেই অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেনি আইন শৃঙ্খলা বাহিনী। যদিও তাকে মহাখালীতে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। গত বুধবার (১৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে মহাখালী ওয়্যারলেস গেইট এলাকায় বৈশাখী টেলিভিশনের পাশের একটি গলিতে ওই সন্ত্রাসী গুলিবর্ষণের ঘটনা ঘটায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈশাখী টেলিভিশনের কিছু পুরাতন মালামাল সম্প্রতি দরপত্রের মাধ্যমে বিক্রি করা হয়। মালামালগুলো যে প্রতিষ্ঠান ক্রয় করে, তাদের কাছ থেকে কয়েকটি পক্ষ চাঁদা দাবি করছিল বলে জানা গেছে। ঘটনার সময় ট্রাকে মালামাল লোড করা হচ্ছিল। ঠিক তখনই আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন মোটরসাইকেল আরোহী হেলমেট পরিহিত ব্যক্তি তিন থেকে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ওই ফুটেজ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হেলমেট পড়া থাকলেও গুলিবর্ষণকারী সেই অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীকে প্রত্যক্ষদর্শীরা চিনতে পেরেছেন বলে দাবি করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেই সন্ত্রাসীর নাম আব্দুর রহমান মাসুম ওরফে মোল্লা মাসুম। তিনি মহাখালী ও আশপাশের এলাকায় চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট অপরাধী হিসেবে পরিচিত বলে অভিযোগ রয়েছে। এমন ভয়ংকর সন্ত্রাসীকে পুলিশ এখনও গ্রেপ্তার করেনি। অভিযোগ উঠেছে পুলিশ তাকে গ্রেপ্তারে গুরুত্বই দিচ্ছে না। যাতে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এখন প্রতিদিনই দিনশেষে মধ্য রাতে সেই অস্ত্রধারী সন্ত্রাসী মোল্লা মাসুমকে মহাখালী ওয়্যারলেস গেইটে বিটিসিএল কলোনিতে তার গোপন আস্তানায় দলবল নিয়ে আড্ডা দিতে দেখেছে স্থানীয়দের কয়েকজন। সেই আস্তানাটি আনসার ক্যাম্প হিসেবে পরিচিত। অভিযোগ আছে সন্ত্রাসী মাসুমের অপরাধ কর্মকাণ্ডের সাথে কয়েকজন আনসার সদস্যের সংশ্লিষ্টটা রয়েছে। এছাড়া বেলতলা বস্তিতেও মাসুমের গোপন আস্তানা রয়েছে।
আরও জানা গেছে, মাদক ব্যবসা ছাড়াও মোল্লা মাসুম একজন পেশাদার অপরাধী। টাকার বিনিময়ে সব রকমের অপরাধ সংঘটিত করতে পারেন। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
অবৈধ অস্ত্র দিয়ে গুলিবর্ষণের মতো ঘটনা সংঘটিত হওয়ার পরেও মোল্লা মাসুম প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে এখনও গ্রেপ্তার করেনি, এ নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। তবে জানা গেছে, বিটিসিএল কলোনিতে ঘটনার একদিন পর সেনাবাহিনী মোল্লা মাসুমকে ধরতে অভিযান চালিয়েছিল। কিন্তু সেদিন তাকে কলোনিতে পাওয়া যায়নি।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার সাথে কথা বলতে গেলে তিনি বক্তব্য দিতে রাজি হননি।




